২০২৪ সালের আর কয়েকটা দিনই বাকি রয়েছে। এরমধ্যে সকল সরকারি কর্মীদের মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা চলছে তা হল অষ্টম বেতন পে কমিশন। নতুন এ পে কমিশনটি কবে গঠন করা হবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। কারণ এই অষ্টম বেতন পে কমিশন যদি একবার গঠন হয়ে যায় তাহলে সকলের বেতন থেকে বোনাস এবং ভাতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে সরকারের তরফ থেকে কোন রকম আশ্বাসমূলক বার্তা দেওয়া হয়নি। ঠিক সেই কারণেই কোটি কোটি সরকারি কর্মীদের মন খারাপ। সামনে পড়বে নতুন বছর আর এই নতুন বাজেট এর আগেই অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড়সড় কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।
অষ্টম বেতন পে কমিশন নিয়ে আপডেট
আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী মঙ্গলবার রাজ্যসভায় স্পষ্ট করে দিলেন যে অষ্টম বেতন কমিশন গঠনের কোন প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না, ঠিক এই খবরেই সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের বড় ধাক্কা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ৪৮ লক্ষ কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশন ভোগী রয়েছে। নিয়ম অনুযায়ী DA -র হার ৫০ শতাংশ পেরোলেই কর্মচারীদের বেতন স্কেল ও ভাতায় পরিবর্তন আসে, তবে বর্তমানে DA/DR হার ৫৩ শতাংশে পৌঁছেছে। এবং সমস্ত সরকারি কর্মচারীরা আশা করে বসেছিল অষ্টম বেতন পে কমিশন গঠনের অপেক্ষায়। ডিয়ে বাড়ার পর কেন্দ্রীয় সরকারী কর্মচারী ইউনিয়ন বারবার সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তবে সরকার এই ব্যাপারে একেবারে নীরব।
আশা ভঙ্গ হলো লক্ষ লক্ষ কর্মীর
রাজ্যসভায় সাংসদ জাভেদ আলী খান এবং রামজি লাল সুমন সংসদ অধিবেশনে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সরকারের আর্থিক অবস্থা কী কর্মচারীদের বেতন স্কেল বাড়তে দিচ্ছে না? এই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী বলেন এমন কোন প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।
এর আগেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কোন বিলম্ব না করে অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। তবে সরকারকে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে প্রশ্ন করা হলে, সরকারের তরফ থেকে স্পষ্ট জবাব দেওয়া হয়েছিল- অষ্টম বেতন কমিশন গঠনের কোন প্রস্তাব নেই। সরকার তা বিবেচনা করছে না।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।