রেশনের জন্য মোবাইল বাধ্যতামূলক! খাদ্য দপ্তরের নতুন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

Updated on:

ration mobile link

খাদ্য দপ্তরের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নম্বর নথিভুক্ত না করে থাকলে এবার থেকে আর রেশন পাবে না গ্রাহকরা। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রবল বিতর্ক শুরু হয়েছে চারিদিকে।

খাদ্য দপ্তরের আধিকারিকদের যুক্তি

অনেকেই প্রশ্ন করছে যে মোবাইল ফোন না থাকলে কি কাউকে রেশন সুবিধা থেকে বঞ্চিত করা যায়। অন্যদিকে খাদ্য দপ্তরের আধিকারিকরা যুক্তি দিচ্ছেন যে রেশনের সামগ্রী যাতে বেহাত না হয় সেজন্যই এই ব্যবস্থা। এর ফলে একজনের রেশন অন্যজন তুলতে পারবেন না এবং অন্য কেউ রেশন সামগ্রী তুললেও আসল গ্রাহকের কাছে মেসেজ চলে যাবে তিনি সতর্ক হয়ে যাবেন।

খাদ্য দপ্তরে তথ্য অনুযায়ী রাজ্যের প্রায় ২ কোটি ৯০ লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে যার মধ্যে মাত্র ১ কোটি ৩২ লক্ষ পরিবারের মোবাইল নম্বর লিঙ্ক করা সম্ভব হয়েছে। বাকি রয়েছে আরও ১ কোটি ৫৮ লক্ষ পরিবার। এই লিঙ্ক পর্ব তাড়াতাড়ি সমাপ্ত করার জন্যই খাদ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে প্রতি পরিবার থেকে কোন একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে খাদ্য দপ্তরের পোর্টালে নথিভুক্ত করতে হবে।

এই নির্দেশের মূল কারণ

জানা যাচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার মূল কারণ হল যদি কেউ রেশন তুলতে যায় তখন তার কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে ই–পস মেশিনে নথিভুক্ত করবেন ডিলাররা, যদি কারো মোবাইল নাম্বার অন্য কোন পরিবারে একবার নথিভুক্ত হয়ে থাকে সে ক্ষেত্রে দ্বিতীয় বার সেটার ব্যবহার করা যাবে না। এই নির্দেশিকার জারি করার মূল কারণ হলো এক্ষেত্রে কারো রেশন কেউ তুলে নিতে পারবে না। যদি কেউ অন্য কারো রেশন তুলে নিতে যায় তাহলে নির্দিষ্ট গ্রাহকের ফোনে মেসেজ চলে যাবে এবং তিনি সতর্ক হয়ে যাবেন। এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন খাদ্য দপ্তর।

তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর রীতিমতো চাপে রয়েছে ডিলাররা। কারণ তাদের বক্তব্য গ্রামের দিকে অনেকেরই মোবাইল ফোন নেই যাদের মোবাইল ফোন নেই সরকারি আদেশে তাদের রেশন দেওয়া যাবে না। এই নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। ডিলারের ওপর চড়াও হচ্ছে গ্রাহকরা।

বিশ্বম্ভর বসুর বক্তব্য

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসুর বক্তব্য, খাদ্য দপ্তরের একশ্রেণীর অফিসার এমন কিছু নিয়মকানুন চালু করতে চাইছে যেগুলো অবাস্তব। এতে সাধারন মানুষ পরছে বিপাকে, ভোগান্তি হচ্ছে ডিলারদের। আইনের কোথাও বলা নেই যে রেশন পেতে গেলে মোবাইল থাকতে হবে বরং সুপ্রিম কোর্ট বলেছে রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যায় না।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে এখন সবার হাতেই রয়েছে মোবাইল ফোন। মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে একজন অন্যের রেশন তুলতে পারবেন না তাই এসব সামগ্রী তোলার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে যাবে। তিনি কতটা সামগ্রী পাচ্ছেন সেটাও জানা যাবে, ডিলাররা ঠকাতে পারবেনা।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।