বাংলা আবাস যোজনার নতুন আবেদন প্রক্রিয়া শুরু! জানুন সহজে আবেদন করার উপায়

Updated on:

PM Awas Yojana

আবার শুরু হল প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা বাংলা আবাস যোজনা বা PM Awas Yojana তে নতুন করে আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে আবেদন করলে বাড়ি বানানোর জন্য সরকার থেকে পেয়ে যাবেন ১,৩০,০০০ টাকা। বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর জন্য রাজ্য সরকার ১,২০,০০০ টাকা থেকে ১,৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুমান দিচ্ছে। আপনি যদি এই প্রকল্পের আবেদন করতে চান তার আগে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা গৃহহীনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পর মাধ্যমে যে সমস্ত পরিবার গুলি আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা। যাতে তারা নতুন করে একটি বাড়ি তৈরি করতে পারে। সরকার ইতিমধ্যে অনেক পরিবারকেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত করেছে। এবার দেখে নেব কারা পাবে এই প্রকল্পের সুবিধা? কিভাবে আবেদন করতে হবে? কত টাকা করে পাবে? ইত্যাদি বিষয়।

কাদের জন্য এই প্রকল্প?

বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। এবং যাদের বাড়িতে পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। বিপিএল তালিকাভুক্ত না হলে কেউ এই সুবিধা পাবে না। আবার যদি আবেদনকারী পরিবারের কোন সদস্য চাকরি করে তাহলে তারা এ প্রকল্পের সুবিধা পাবে না।

এই প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

বাংলা আবাস যোজনায় আবেদনকারীদের আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এই টাকা অবশ্য তিনটি কিস্তির মাধ্যমে প্রদান করা হয়। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তিতে আবার ৬০,০০০ টাকা দেওয়া হয়, এবং দ্বিতীয় কিস্তিতে ১০,০০০ টাকা দেওয়া হয়।

আবেদন পদ্ধতি

বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে একটি হলো অনলাইন এবং অপরটি হল অফলাইন। প্রার্থীরা যেকোনো পদ্ধতি অবলম্বন করেই আবেদন করতে পারবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে গিয়ে বাংলা আবাস যোজনার আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রার্থীদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি একসঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথি

আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে। বর্তমান বাড়ির একটি রঙিন ছবি, আধার কার্ড, রেশন কার্ড, জমির নথি প্রমাণপত্র, ব্যাংকের পাস বই।

আবেদনকারীদের আবেদন করার পর সেই নথিগুলি যাচাই করার পর আবেদন গ্রহণ করা হবে। যদি তারা যোগ্য হয় তাহলে তারা পরবর্তীতে টাকা পাওয়ার মেসেজ পাবে। এ সংক্রান্ত আরো তথ্য জানতে হলে অবশ্যই অফিশিয়াল সাইটটি ভিজিট করুন অথবা নিকটস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।