সম্প্রতি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে পদগুলি হলো ল্যাবরেটরি, অপারেটর, ফিটার, ইলেকট্রিক্যাল, মাইনিং, মোটর মেকানিক সহ বিভিন্ন পদ। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫১৮টি। তবে প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু শূন্য পদ সংখ্যা ভিন্ন ভিন্ন রয়েছে।
আবেদনকারীর বয়স সীমা
যেহেতু এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ হবে বিভিন্ন পদ অনুযায়ী, তাই প্রার্থীদের বয়সসীমা ভিন্ন ভিন্ন হতে হবে। এক্ষেত্রে কোন কোন পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে আবার কোন কোন পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স হিসেব করতে হবে ২১/১/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে। তবে এক্ষেত্রে প্রার্থীরা মাধ্যমিক, ITI, B.Sc, ডিপ্লোমা, উচ্চমাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
আবেদন মূল্য
Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PWD, Ex-servicemen, ইন্টারনাল প্রার্থীদের কোন টাকা দিতে হবে না।
মাসিক বেতন
উপরোক্ত পদগুলোতে আবেদন করে যদি কোন প্রার্থীর চাকরি পায় তাহলে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২০০০ টাকা থেকে ৭০,০০০ টাকার মধ্যে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হল ৩১/১২/২০২৪ এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২১/১/২০২৫।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট এবং ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে করে নিতে হবে। তারপর এপ্লাই লিংক খুঁজে নির্ভুলভাবে আবেদন পত্রটি ফিলাপ করে প্রয়োজনের ডকুমেন্ট এর ফটোকপি আপলোড করতে হবে এবং আবেদনমূল্য জমা করে সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Download |
Apply Now | Click Here |