সমস্ত কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শোনা যাচ্ছে কৃষকদের জন্য মোদি সরকারের উপহার হিসেবে পিএম কৃষানের ভাতা হতে পারে দ্বিগুণ। অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের আগে বার্ষিক ভাতা দেওয়া হতো ৬ হাজার টাকা, সেটাই এখন দ্বিগুণ হয়ে ১২০০০ টাকা হতে পারে বলে জানা যাচ্ছে। অনেকেই মনে করছে সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিতে পারে। তবে কেন্দ্র সরকার যদি এই পদক্ষেপ নেয় তাহলে চলতে কৃষক আন্দোলনের মধ্যেই এটি একটি বড় ঘোষণা হতে পারে।
অর্থ বাড়ানোর সুপারিশ
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিসের সম্মান যোজনার অর্থের পরিমাণ বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে। তবে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন চরণজিৎ সিং চান্নি। চলতি বছরের ডিসেম্বরের 17 তারিখে লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ১৮ তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করার সময় এই সুপারিশ পেশ করা হয়েছে। সেই সুপারিশের প্রশ্ন করে বলা হয়েছে যে কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও সুবিধার জন্যই বার্ষিক ভাতা দ্বিগুণ করা উচিত।
২০২৫ সালের বাজেট
২০২৫ সালের বাজেট আগামী ১ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ থেকে ২৬ অর্থ বর্ষের বাজেট পেশ করবেন। অনেকেই আশা করছে এই সংসদীয় কমিটির সুপারিশ এবং কৃষক সংগঠন গুলোর দাবির ভিত্তিতে এবার বাজেটে হয়তো এই বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। তবে বিভিন্ন কৃষক সংগঠন ও প্রি বাজেট বৈঠক নিয়ে এর আগেও দাবি করা হয়েছিল এবং সরকারের প্রতি বারবার আবেদন জানা হয়েছে যে যাতে যোজনার আওতায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়।
কৃষকদের জন্য সুখবর
এর আগেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষির অর্থনীতিবিদ এবং বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যেখানে কৃষকদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। যদি প্রধানমন্ত্রী কৃষির সম্মান নিধি যোজনার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে কৃষকদের জন্য এটি একটি খুবই সুখবর এবং ঐতিহাসিক পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। এতে করে কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাড়ানো সম্ভব হবে। এখন সবাই অপেক্ষা করে বসে রয়েছে আগামী বাজেটের জন্য, দেখা যাক কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কবে বাস্তবায়িত হবে। সত্যি কি কৃষকদের টাকা দ্বিগুণ করা হবে! সেটাই দেখার পালা।