পুনরায় আধার কার্ড নিয়ে গ্রাহকদের জন্য এলো বড় আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ালো সরকার। আগামী ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত এই সুযোগটি পাবেন দেশের প্রত্যেককে। এর আগে বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল ২০২৪ সালের ১৪ই ডিসেম্বর পর্যন্ত। তবে এই সময়সীমা অনেকটাই বাড়ানো হলো। তবে এক্ষেত্রে শুধুমাত্র My Aadhaar পোর্টালে গেলে বিনামূল্যে পরিষেবা পাবে গ্রাহকরা।
UIDAI এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডালে একটি পোস্ট করে জানিয়েছে। এর তরফ থেকে আরো জানানো হয়েছে যে আসন্ন ২০২৫ সালের ১৪ জুনের পর যদি আধার সেন্টার গুলিতে অফলাইনে আপডেট করার জন্য কোন প্রার্থী যায় তাহলে তাকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কাজ করাতে হবে। তবে আধার আপডেটের সময়সীমা বাড়ার ফলে লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডাররা উপকৃত হবে।
আধার কার্ড আপডেটের পরামর্শ
UIDAI আধার কার্ড আপডেট করার জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যারা 10 বছর বা তারও আগে আধার কার্ড বানিয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু কোন রকম আপডেট করায়নি। তবে এই আপডেট অবশ্য বাধ্যতামূলক নয়। এবার আমরা দেখে নেব আধার কার্ড আপডেটের নিয়ম কানুন।
নিয়মাবলী
গত ২০১৬ সালে নিয়মানুযায়ী একজন আধার কার্ড হোল্ডার তার আধার নম্বর জেনারেশনের তারিখ থেকে ঠিক দশ বছর পর আবেদনের মাধ্যমে তার পরিচয় পত্র এবং ঠিকানা নথি বা তথ্য কমপক্ষে একবার আপডেট করতে পারবে।
আধার কার্ডে অ্যাড্রেস আপডেটের পদ্ধতি
একজন ব্যক্তি তার আধার কার্ডের এড্রেস আপডেট যেকোনো আধার কেন্দ্রে গিয়ে করতে পারে, অথবা অনলাইনে My Aadhaar পোর্টালে ঠিকানার নির্দিষ্ট নথিটি অপলোড করতে পারে।
- অনলাইনে আধারের ঠিকানা আপডেট করতে চাইলে সবার প্রথমে myadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর লগইন করতে হবে।
- তারপর ‘আপডেট অ্যাড্রেস’ -এ ক্লিক করতে হবে। তারপর ‘Update Aadhaar Online ‘ অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সেখানে ঠিকানার প্রমাণ পত্রের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
- এরপর ৫০ টাকা পেমেন্ট করতে হবে। যদি সময় সীমার আগে আপডেট করেন তাহলে পেমেন্ট করার কোন প্রয়োজন নেই।
- এবার এসআরএন বা সার্ভিস রিকোয়েস্ট নম্বর জেনারেট হবে। সেটি সেভ করে রাখতে হবে। শুধু তাই নয় ঠিকানা আপডেট হয়েছে কিনা এই নম্বর দিয়ে পরবর্তী সময়ে প্রার্থী চেক করে দেখে নিতে পারবে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।