সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে যে কোন জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে কোন কোন পদে নিয়োগ হবে, বয়স সীমা কত লাগবে, শূন্য পদ কতগুলো রয়েছে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সুচিপত্র
পদের নাম ও শূন্য পদ সংখ্যা কী রয়েছে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে এসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৬৮ টি। যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য রয়েছে মোট ৫৪ টি শূন্য পদ, ম্যানেজার পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৪ টি, সিনিয়র ম্যানেজার পদের জন্য মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩ টি, এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৭ টি।
আবেদনকারীর বয়স সীমা কত হতে হবে?
যেহেতু এখানে একাধিক পদে কর্মী নিয়োগ হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২৬ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এক্ষেত্রে একাধিক পদে নিয়োগ হবে তার বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু পার্থদের যোগ্যতা ভিন্ন ভিন্ন লাগবে। তবে এ পথগুলোতে আয়োজন করার জন্য নূন্যতম স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ডিগ্রী করা থাকতে হবে। এছাড়া আবেদনকারী পদের প্রার্থীদের ম্যানেজার পদের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সিনিয়র ম্যানেজার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের কর্ম ক্ষেত্রে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে?
এক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ হল ২১/১২/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১০/১/২০২৫।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া
সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রার্থী যোগ্য হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগইন আইডিতে লগইন করার পর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি আপলোড করতে হবে। নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Download |
Apply Online | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।