Reliance Jio 5G বিপ্লব, ৬০১ টাকায় সারা বছরের জন্য আনলিমিটেড ইন্টারনেট

Published on:

Reliance Jio Launches Rs 601 Annual Plan For Unlimited 5G Data

ভারতীয় বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স জিও কোম্পানি হল একটি অন্যতম সংস্থা। এই সংস্থা এবার নিয়ে এলো গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার, মাত্র একটি রিচার্জ করেই গ্রাহকরা পেয়ে যাবে আনলিমিটেড 4 জি ও 5 জি ডেটা সুবিধা। আপনিও চাইলে আপনার পরিবারের অথবা বন্ধুদের সঙ্গে এই ডেটা ভাগাভাগি করে নিতে পারবেন। প্রতিদিন ৩ জিবি ও 4 জি এবং আনলিমিটেড 5 জি ডাটা দেওয়া হবে ৩০ দিনের জন্য এই বিশেষে অফারটি পেতে কত খরচ হবে তা দেখে নিন এই প্রতিবেদন থেকে।

কাদের জন্য এই অফার?

গ্রাহকদের এই প্ল্যানটি সক্রিয় করার জন্য অবশ্যই একটি যোগ্য ও জিও 5 জি রিচার্জ প্ল্যান বা বেস প্ল্যান থাকতে হবে। যা প্রতিদিন ১.৫ জিবি বা তার বেশি 4 জি ডেটা সরবরাহ করে। যারা ১ জিবি বা তার কম ডেটা সীমার প্ল্যান ব্যবহার করছেন তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে গ্রাহকরা জিওর ১৯৯, ২৯৯, ৩১৯, ৫৭৯, ৮৯৯ এর মতো মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান ব্যবহারকারীরা সহজেই এই ভাউচার গুলি উপভোগ করতে পারবে। এছাড়া এক্ষেত্রে আরও বিভিন্ন রকম সুবিধা থাকছে, প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটার সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা পাবে গ্রাহকরা। বেস প্ল্যানের বৈধতার ওপর নির্ভর করে সর্বাধিক ৩০ দিনের জন্য প্ল্যানটি কার্যকর থাকবে। তবে শুধুমাত্র ৬০১ টাকায় ১২ টি ভাউচার পাওয়া যাবে।

আসলে সর্বত্র যে হারে ইন্টারনেটের চাহিদা বাড়ছে তার সঙ্গে বিশেষ করে রিলায়েন্স জিও 5 জি প্রযুক্তির আগমনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তা বেড়েছে, তাই জিওর এই পদক্ষেপ একদিকে যেমন সাধারণ মানুষের কাছে ৫জি প্রযুক্তি খুব সহজ হবে পেতে তেমনি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহায়ক হবে। তবে এই অফারটি শুধুমাত্র ডেটা সুবিধা নয় বরং অর্থ সাশ্রয়ের সুযোগও দিচ্ছে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।