দেশজুড়ে শুরু হয়েছে নতুন বছরের প্রস্তুতি কারণ আর দুদিন বাদেই ২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ সাল পড়তে চলেছে। আর ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এদেশের অনেক পরিবর্তন কার্যকর হতে চলেছে। যার প্রভাব প্রতিটি বাড়িতে এবং প্রতিটি পকেটে দৃশ্যমান হতে চলেছে। কি এই পরিবর্তন আর কোন কোন বিষয়ে এই পরিবর্তন আসতে চলেছে তা আজকে এই প্রতিবেদন থেকে দেখে নেব। তবে নতুন বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এর ওপরও কিন্তু প্রভাব পড়তে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
[ez-toc]
২০২৫ এর নতুন নিয়ম
নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই কিছু জিনিসও পরিবর্তন হবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার পকেটকে প্রভাবিত করবে। তবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কিছু কিছু নিয়ম কার্যকর হবে এবং কিছু কিছু নতুন পরিবর্তন হবে যা সাধারন মানুষদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে কর, ইউপিআই পেমেন্ট, গ্যাস সিলিন্ডারের দাম, গাড়ির দাম ইত্যাদি।
ট্যাক্সের পরিবর্তন
২০২৫ সালের ট্যাক্স বা করের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা দেবে। এক্ষেত্রে আপনি যদি নতুন বছর ২০২৫-এ কোন বিলাসবহুল আইটেম কেনেন তার ওপর ট্যাক্স দিতে হবে। বাজেটে প্রণীত বিধান অনুসারে তালিকাভুক্ত বিলাসবহুল আইটেম যার দাম ১০ লাখ টাকার বেশি হয় তাহলে TCS দিতে হবে। এই নিয়ম চালু হচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে। এছাড়া আয়কর সংক্রান্ত অনেক নিয়মও কার্যকর হবে।
গাড়ি কেনা ব্যয়বহুল হবে
বিভিন্ন গাড়ী সংস্থাগুলি চলতি বছরের ডিসেম্বরে তাদের গাড়িগুলিতে বাম্পার ছাড় দিচ্ছে। কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে বেশিরভাগ সংস্থা গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে। যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে। এক্ষেত্রে হুন্ডাই, মাহিন্দ্রা, টাটা, মারুতি সুজুকি, mercedes বেজ, হোন্ডা, অডি ইত্যাদির মতো অনেক গাড়ির দাম ৩ শতাংশ বাড়ি ঢুকে চলেছে কোম্পানি। যেমন যদি এখন কোন গাড়ি ৭ লাখ টাকায় কিনতে হয়, তাহলে আপনাকে নতুন বছরে সেই একই গাড়ি ৭ লাখ ২১ হাজার টাকা দিয়ে কিনতে হবে। এই মূল্যবৃদ্ধি বাড়ার কারণ হলো উৎপাদন ব্যয় বৃদ্ধি।
LPG সিলিন্ডারের দাম পরিবর্তন
প্রতিমাসে প্রথম তারিখে তেল ও গ্যাস কোম্পানিগুলি এলপিজির দাম পর্যালোচনা করে তারপর তার দাম নির্ধারণ করা হয়। কখনো কখনো দাম বেড়ে যায় আবার কখনো কখনো দাম কমে যায়। তবে গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম কয়েক মাস ধরে একই রয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে ১ জানুয়ারিতে এই গ্যাসের দামে পরিবর্তন হতে পারে।
EPFO এর অ্যাকাউন্ট ধারীদের জন্য উপহার
নতুন বছরে যেমন কিছু কিছু ব্যাপার সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে তেমনি কিছু কিছু জিনিস সাধারণ মানুষকে স্বস্তিও দেবে। আর সেই রকম একটি স্বস্তি দেওয়ার মতো পরিবর্তন হলো EPFO পেনশন সম্পর্কিত পরিবর্তন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা EPFO পেনশন উত্তোলনের নিয়মগুলি সহজ করেছে। এখন পেনশনধারীরা দেশের যেকোনো ব্যাংক থেকে তাদের পেনশন তুলতে পারবেন এর জন্য তাদেরকে কোন অতিরিক্ত যাচাই প্রয়োজন হবে না এই সুবিধার পেনশন ধারীদের জন্য একটি বড় স্বস্তি।
UPI 123Pay এর নিয়মে পরিবর্তন
জানা যাচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর পেমেন্ট প্রযুক্তি UPI 123pay সীমা নতুন বছরের ১ জানুয়ারি থেকে বাড়ানো হবে। আগে এই পেমেন্ট পরিষেবার মাধ্যমে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। কিন্তু এখন এই সীমা বাড়িয়ে 10 হাজার টাকা করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে কিপ্যাড ফোন ব্যবহারকারীরাও ইউজার ইন্টারনেট সংযোগ ছাড়াই পেমেন্ট করতে পারবে।
কৃষকরা পাবেন গ্যারান্টি ছাড়া ঋণ
নতুন বছরের প্রথম দিন থেকেই কৃষকরা আর বি আই এর গ্যারান্টি ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবে। আরবিআই এর পক্ষ থেকে কৃষকদের জন্য গ্যারান্টি ছাড়া এর ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছে। এর আগে সীমা ছিল 1.6 লক্ষ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা।
এফডি নিয়মে পরিবর্তন
নতুন বছরে এই এফডি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। RBI, NBSC, এবং এইচএসসি এর জন্য এফডি সংক্রান্ত বিষয়ে পরিবর্তন এনেছে। এসব পরিবর্তনের আওতায় আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিধানও করা হয়েছে। এতে জনসাধারণের কাছ থেকে আমানত নেওয়া লিকুইড সম্পত্তির একটি অংশ নিরাপদ রাখা এবং আমানত বীমা করার মত পরিবর্তন গুলি অন্তর্ভুক্ত রয়েছে।
শেয়ার বাজার সম্পর্কিত নিয়ম
সেনসেক্স, সেনসেক্স 50 এবং ব্যাঙ্কেক্স থেকে মাসিক মেয়াদে পরিবর্তন হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার নয় মঙ্গলবার অনুষ্ঠিত হবে যেখানে ত্রৈমাসিক এবং অর্ধ বার্ষিক চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হবে। অন্যদিকে NSE সূচক নিফটি ৫০ এর মাসিক চুক্তির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।