BJP ক্ষমতায় এলে ভোটে লড়ার সুযোগ থাকবে, বামপন্থীদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা

Updated on:

Suvendu Adhikari News

রাজ্যে ফের একবার বাম হিন্দু ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিআই বিধায়ক নিরাপদ সর্দাররা বলেছে আমরাই বিপ্লবী দল। কিন্তু তারা যে হিন্দু ভোট কেটে তৃণমূলের সুবিধা করছে তাই বামেদের হিন্দু ভোটারদের অনুরোধ করছি হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনারা বাম করবেন করুন। বিজেপি ক্ষমতায় এলে অন্তত ভোটের লড়তে পারবেন। মঙ্গলবার সন্দেশখালিতে বিজেপি সভা থেকে শুভেন্দু এই আহ্বান জানিয়েছেন।

শুভেন্দুর বক্তব্য

মঙ্গলবার সন্দেশখালিতে বিজেপির একটি সভাতে শুভেন্দু বলেন রাজ্যে বিজেপির ভোট ৩৯ শতাংশ আর ৫% হিন্দুর ভোট পেলে ক্ষমতায় আসবে বিজেপি। তাই বাম ভোটারদের আমি অনুরোধ করবো যে বিজেপিকে ভোট দিন এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি সাংবাদিকদেরও বলেন, আসলে তারা হিন্দু ভোট কেটে কার্যতর তৃণমূলের সুবিধা করছে। আমি বাম হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষায় আমাদের সঙ্গে আসুন। আপনারা বাম করবেন করুন কিন্তু বিজেপি ক্ষমতায় এলে পঞ্চায়েত পৌরসভা সহ অত্যন্ত ভোটে লড়তে পারবেন। রাজনীতি করতে পারবেন। তৃণমূল থাকলে কিছু করতে দিবে না কাউকে রাখতে চায় না তারা পাঠাগার কমিটি হোক বা শনিপুজো কমিটি হোক দখল করে নিচ্ছে।

বিজেপির দাবি

রাজ্যে তৃণমূল ও বিজেপির সঙ্গে সমদুরত্ব বজায় রাখলেও কেন্দ্রে ইন্ডিয়া জোটের সদস্য বাম ও তৃণমূল। ভোটের সময় দেখা যায় যে বামেদের মুসলিম ভোটাররা তৃণমূলের চলে গেলেও হিন্দু ভোটাররা কিন্তু বিজেপি পায় না। এর ফলে তৃণমূল বাড়তি সুবিধা পেয়ে যায়। এর জন্যই ভোট কেটে যাওয়ার ফলে বিজেপি বেশ কয়েকটি জায়গায় আসন হাতছাড়া হয়েছে। যার ফলে লাভবান হচ্ছে তৃণমূল। তবে এখন সবার একই প্রশ্ন যে শুভেন্দু ডাকে কি সাড়া দেবেন হিন্দু বাম ভোটাররা।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।