মমতার বিস্ফোরক মন্তব্য, ‘প্রিয় নেতা খুন!’ কার মৃত্যুতে ফুঁসে উঠলেন?

Amit Sarkar

Published on:

Mamata Banerjee News

বৃহস্পতিবার সকালে মালদহে সুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভরা বাজারের মধ্যে একজনকে গুলি করা হয়েছে। সেই নিয়ে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে মালদায়। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে শত চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি তার মৃত্যু হয়। তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের মৃত্যুতে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার বক্তব্য

নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের শুরুতেই এই খুন প্রসঙ্গে তিনি বলেন, আমার খুব পরিচিত একজন বাবলা সরকার খুন হয়েছে ওর সিকিউরিটি ছিল আগে। এখন তুলে নিয়েছে। আমি ববি হাকিম, সাবিনাকে পাঠাচ্ছি, পুলিশের ব্যর্থতার জন্য হয়েছে। জানা গিয়েছে একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পেছন থেকে, এরপরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

তবে পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। বোঝা যাচ্ছে না ঘটনার পেছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশের জন্য গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে যে বৃহস্পতিবার ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় এসেছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। তখনই একটি বাইকে করে তিনজন এসে সেই নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। তার মধ্যে একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায় তারপরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।