তথ্য বেরিয়ে যাচ্ছে বাইরে! প্রায় ধরেই ফেললেন মমতা কারা এমন করছে?

Amit Sarkar

Published on:

Mamata Banerjee on DM SP

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছিল নবান্নে বৃহস্পতিবার, সেখানে তিনি সমস্ত সরকারি কর্মীদের প্রায় ঝাঁঝালোভাবে বার্তা দিলেন কাজে আরও মনোযোগী হওয়ার জন্য। এদিন নানা বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছিল। তবে সরকারি কর্মীদের তিনি বলেন ‘টাকাটা জনগণের জন্য খরচ করার জন্য। নিজেদের আনন্দ করার জন্য নয়’। আমি অনেক সময় লক্ষ্য করেছি ভোটার লিস্ট কি ডিএম-রা চেক করেন? এই সমস্ত ঘটনা গুলিকে কিন্তু আমরা এক্সসেপশনাল কেস হিসেবে ধরেছি।

তিনি আরো বলেন সরাসরি যারা কম্পিউটারে কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগ বিরোধীদের information দেয়। ডি এমরা নিজেদের মতো করে লোক নেয় এসপিরা নিজেদের মতো করে কাজ চালায়। কোথায় গেল আপনাদের নাকা চেকিং। এখানে কাঁচা রাস্তাতেও আলুর লড়ি চলে যাচ্ছে।

এছাড়া তিনি এসপিদেরও করা ভাষা বলেলেন যদি কেউ মনে করেন এসপি হয়ে এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য কিছুতে তাহলে তাকে এসপি হতে হবে না। তিনি আরো বললেন যে এসমস্ত কথা বললাম বলে এগুলো নিয়ে সাধারণ মানুষকে বিরক্ত করবে না। আবার এটা বললাম বলে কিছু নিয়ে কাউকে ছেড়েও দেবেন না। এই বৈঠকে সকলের প্রায় আঁতকে উঠেছিল। তিনি আরো জানেন যে সকলকে দেখার পাশাপাশি এবার ডিএম দেরও দেখতে হবে।

তিনি আরো করা ভাবে বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনৈতিক কাজকর্ম গুলো বন্ধ কর। যারা কাজের মানুষ তাদেরকে দেখতে হবে। লবি একটাই মানুষের কাজ। বিডিওদের কি কাজ? জিজ্ঞাসা কর কতবার ভিজিট করছে মিড ডে মিল নিয়ে? ICDS কতবার ভিজিট করেছেন? যে বাজেট রাখা হয়েছে সেই টাকাটা কতটা খরচা হয়েছে? কতটাকা হয়নি? কেন হয়নি? দু মাসের মধ্যে এটা করতে হবে।

তিনি আরো সরকারি কর্মীদের কাজের প্রতি আগ্রহ হওয়ার বার্তা নিয়ে জানিয়েছেন বর্ষা শুরুর আগে, পরীক্ষা করতে গিয়ে, মাঝেমধ্যে উপনির্বাচনের নামে ছুটি কাটানো বন্ধ করুন। জানুয়ারি থেকে জুন এটা কাজের সময় আগামী বছরের প্ল্যান এখনই করুন যাতে এপ্রিল মাসের প্রথমে ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। ২০২৫ সালের সমস্ত স্কিমের টাকা ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে যেন হয়ে যায় সেটা দেখতে হবে সকলকে। এছাড়া কর্মচারীদের সঠিকভাবে কাজ করতে হবে যাতে কোন সাধারণ মানুষের অসুবিধা না হয়।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।