আরজি কর মামলার বিচার-পর্ব প্রায় শেষের দিকে। গতকাল বৃহস্পতিবার সঞ্জয় রায়ের বিচার পর্বে সিবিআই নিজেদের যুক্তি দিয়ে বক্তব্যে পেশ করেন এবং আজ শুক্রবার আবারও সঞ্জয়কে আদালতে হাজির করানো হয় এবং সিবিআই এর যে আইনজীবী রয়েছে তারা খুনের ও ধর্ষণের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে সে যুক্তি দেন। কেন সিবিআই তাকে অভিযুক্ত করছে সবই জানায় তারা আদালতে। এরপরেই CBI আইনজীবীদের পক্ষ থেকে জানায় সর্বোচ্চ শাস্তির দাবি। আদালতে সিবিআই আরজি কর কান্ডের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে বিরলতম ঘটনা বলে মন্তব্য করে সঞ্জয়ের ফাঁসির দাবি করেছে। এদিন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলি পষ্ট ভাবে বিচারককে আবারও বিশদে জানানো হয় তারপরে সর্বশেষ শাস্তির দাবি করেন তারা। গোটা ঘটনায় অভিযোগের তীর একমাত্র সঞ্জয়ের দিকে।
আরজি করে তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। এছাড়া লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদে উত্থাল হয় দেশ থেকে বিদেশ। এছাড়া দীর্ঘদিন কর্ম বিরতিও চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিল তারা। এছাড়া ধর্মতলায় অনশনও হয়েছিল। অবশেষে জুনিয়ার ডাক্তারের আন্দোলনের ফলে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরায় রাজ্য সরকার। এরপর এই মামলা উঠে সুপ্রিম কোর্টে। তবে আর্থিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে ধর্ষণ খুনের ঘটনায় জামিন পেয়ে যান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন থানার ওসি অভিজিৎ মন্ডল। গ্রেপ্তারের ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি সেই কারণেই সন্দীপ অভিজিৎ কে জামিন দিল শিয়ালদা আদালত। তবে আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু জেলেই রয়েছেন সন্দীপ বিশ্বাস। তবে দূর্গা পূজার পর থেকে অনেকটাই থিতু হয়েছে এই আন্দোলন।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।