RG Kar Case: আরজি কর-কাণ্ড বিরলতম অপরাধ! আদালতে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইল CBI

Published on:

RG Kar Case

আরজি কর মামলার বিচার-পর্ব প্রায় শেষের দিকে। গতকাল বৃহস্পতিবার সঞ্জয় রায়ের বিচার পর্বে সিবিআই নিজেদের যুক্তি দিয়ে বক্তব্যে পেশ করেন এবং আজ শুক্রবার আবারও সঞ্জয়কে আদালতে হাজির করানো হয় এবং সিবিআই এর যে আইনজীবী রয়েছে তারা খুনের ও ধর্ষণের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে সে যুক্তি দেন। কেন সিবিআই তাকে অভিযুক্ত করছে সবই জানায় তারা আদালতে। এরপরেই CBI আইনজীবীদের পক্ষ থেকে জানায় সর্বোচ্চ শাস্তির দাবি। আদালতে সিবিআই আরজি কর কান্ডের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে বিরলতম ঘটনা বলে মন্তব্য করে সঞ্জয়ের ফাঁসির দাবি করেছে। এদিন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলি পষ্ট ভাবে বিচারককে আবারও বিশদে জানানো হয় তারপরে সর্বশেষ শাস্তির দাবি করেন তারা। গোটা ঘটনায় অভিযোগের তীর একমাত্র সঞ্জয়ের দিকে।

আরজি করে তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। এছাড়া লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদে উত্থাল হয় দেশ থেকে বিদেশ। এছাড়া দীর্ঘদিন কর্ম বিরতিও চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিল তারা। এছাড়া ধর্মতলায় অনশনও হয়েছিল। অবশেষে জুনিয়ার ডাক্তারের আন্দোলনের ফলে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরায় রাজ্য সরকার। এরপর এই মামলা উঠে সুপ্রিম কোর্টে। তবে আর্থিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে ধর্ষণ খুনের ঘটনায় জামিন পেয়ে যান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন থানার ওসি অভিজিৎ মন্ডল। গ্রেপ্তারের ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি সেই কারণেই সন্দীপ অভিজিৎ কে জামিন দিল শিয়ালদা আদালত। তবে আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু জেলেই রয়েছেন সন্দীপ বিশ্বাস। তবে দূর্গা পূজার পর থেকে অনেকটাই থিতু হয়েছে এই আন্দোলন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।