OBC Certificate Case Update: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি মামলা! পরবর্তী শুনানির তারিখ জানুন

Published on:

OBC Certificate Case Update

OBC Certificate Case Update: মঙ্গলবার সুপ্রিম কোর্টের তালিকা দুটি মামলার শুনানি কথা ছিল। একটি মামলা হল চাকরি বাতিল মামলা এবং অপরটি হল ওবিসি শংসাপত্র বাতিলের মামলা। তবে আবারো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। পরবর্তী এই মামলার শুনানির তারিখ হল জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখ।

আসলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। যার ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এরপর হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য মামলা করে সুপ্রিম কোর্টে। এছাড়া রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে। এই মামলারই শুনানি হওয়ার কথা ছিল বলবার মঙ্গলবার। তবে এবারও পরবর্তী ডেট দিয়েছে। সেই ডেট হলো জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখ।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।