DA Case Update: আজ মঙ্গলবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিমকোর্টে। কিন্তু আবারো পিছিয়ে গেল রাজ্যের ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। এই মামলাটি আজকে উঠেছিল দুপুর সাড়ে তিনটে নাগাদ বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে। তবে আজ নাকি সময়ের অভাবের কারণে এই মামলার শুনানি হয়নি।
আজ DA মামলার শুনানি না হওয়ার কারণ
আসলে সুপ্রিম কোর্টে তরফ থেকে জানানো হয়েছে যে আজ শুনানি হবে না। কারণ হিসেবে তারা জানিয়েছে যে এই মামলার শুনানিতে সময় লাগতে পারে তবে প্রয়োজনীয় সেই সময় আজ নেই, তাই শুনানি হলো না।
আইনজীবীর বক্তব্য
রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছে, সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে মামলাটি আজ সুপ্রিম কোর্টে উঠেছিল। তবে সময়ের অভাবের জন্য শুনানি হয়নি। বিচারপতিরা এও জানিয়েছেন যে শুনানির জন্য সময় লাগবে একাধিক পক্ষে সওয়াল জবাব রয়েছে। যদিও আমার মনে হয় ১৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়, তবে পরবর্তী সময় হতে পারে মার্চ মাসের দিকে। সেই তারিখও এখনও দেওয়া হয়নি।
কেন্দ্রের সমতুল্য হারে DA পাওয়ার দাবিতে ২০২২ সালে হাইকোর্টের জিতেছিল রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানে তারা আদালতকে বলেন যে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারের সমতুল্য DA দেওয়ার জন্য যে টাকা লাগবে সে আর্থিক বোঝা তারা বহন করতে সব পারবে না অর্থাৎ রাজ্যের তরফে সে বোঝা বহন করা সম্ভব নয়। তারপর সুপ্রিম কোর্টে চলে এই DA মামলা। এই নিয়ে সুপ্রিম কোর্টে ১৪ বার উঠল এই DA মামলা তবে বারবার শুনানি পিছিয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারি কর্মীরা ক্ষুব্ধ। ২০২২ সালের নভেম্বর মাসে প্রথম DA মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।