মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরেন। এবং ডুমুরজোলা হেলিপ্যাড সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সেখানেই তিনি বলেন যে HMPV ভাইরাস নিয়ে চিন্তার কোন কারণ নেই। কোন উদ্বেগের বিষয় থাকলে তা আমরা জানিয়ে দেবো। মুখ্য সচিব আজও বৈঠক করেছেন এই ভাইরাস নিয়ে তবে যতটা জানা গিয়েছে যে সেই মোতাবেক এই ভাইরাস কোনরকম মারাত্মক কিছু নয়। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে সাধারণত মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বেসরকারি অসাধুচক্রের বিষয়ও সাবধান করে দেন মানুষদের। তিনি বলেন কিছু বেসরকারি অসাধুচক্র সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মোটা টাকা বিল করছে। এটা ঠিক কাজ নয়, আমরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেছি সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য। তবে সাধারণ মানুষের জ্বরেও মোটা টাকা বিল, এটা মানা যায় না। তাই সকলকে তিনি সাবধান করছেন।
এছাড়া নতুন এই ভাইরাস নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। তিনি বলেন সরকার পরিস্থিতির দিকে সবসময় নজর রাখছে, আতঙ্কের কোন কারণ নেই। কোন সমস্যা হলে অবশ্যই সকলকে জানিয়ে দেওয়া হবে।
ভারতে কি প্রবেশ করেছে এই ভাইরাস?
জানা গেছে ভারতে আপাতত হাতে গোনা কয়েকটি ক্ষেত্রেই এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার মহারাষ্ট্রে দুই শিশু শরীরে এই ভাইরাস মিলেছে, এদের মধ্যে একজনের বয়স ৭ বছর এবং আরেকজনের বয়স ১৪ বছর। ভারতে এখনো পর্যন্ত মোট ৭ জন শিশুর শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে। এর মধ্যে একজন শিশু কলকাতার।
বিশেষজ্ঞের মতামত
বিশেষজ্ঞরা বলেছেন যে সম্প্রতি চীনে এ সংক্রমণ বৃদ্ধি রিপোর্ট পেলেও এটি কোন নতুন ভাইরাস নয়। ২০০১ সালের এই ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল। তারপর থেকে বিশ্বজুড়ে রয়েছে এই ভাইরাস।এই ভাইরাস মারাত্মক কোনও বিষয় নয়।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।