ভারতের ৫ সবচেয়ে দামি গাড়ির তালিকা প্রকাশিত! মুকেশ আম্বানি ২য় স্থানে, কিন্তু ১ নম্বরে কে রয়েছে? তথ্য জানতে পড়ুন।

VS Reddy

ভারতের সবচেয়ে দামি গাড়ি হল Bentley Mulsanne। আর এই গাড়ির মালিক ছিলেন ব্রিটিশ বায়োলজিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর, VS Reddy। তিনি এক সময় ভারতের সবচেয়ে দামি গাড়ির মালিক ছিলেন। যার দাম ১৪ কোটি। 

১ 

মুকেশ আম্বানি

ভারতের দ্বিতীয় বিলাসবহুল গাড়ির মালিক হলেন মুকেশ আম্বানি। সেই গাড়ির নাম Rolls Royce Cullinan SUV । শোরুম মূল্য হল ৬.৮০ কোটি। আম্বানি এটিকে ব্যাপকভাবে কাস্টমাইজ করেছিল, যার দাম পড়েছিল ১৩.১৪ কোটি।

২ 

ইমরান হাশমি

ভারতের তৃতীয় দামি গাড়ির মালিক হলেন বলিউডের ইমরান হাশমি। তার সংগ্রহে রয়েছে 12 কোটি টাকার নতুন Rolls Royce Ghost। 

৩ 

নাসির খান

ভারতের চতুর্থ সবচেয়ে দামি গাড়ির মালিক হলেন হায়দ্রাবাদ ভিত্তিক ব্যবসায়ী নাসির খান। যার কাছে রয়েছে 12 কোটি টাকার sports car গুলির মধ্যে একটি McLaren 765LT Spider।

৪ 

মুকেশ আম্বানি

ভারতের ৫ নম্বর সবচেয়ে দামি গাড়ি হল মুকেশ আম্বানির Mercedes-Benz S680 Guard। যার দাম ১২ কোটি। এটি বুলেটপ্রুফ গাড়ি, বুলেট এবং বোমা উভয় প্রতিরোধী। এটি ভারতের সবচেয়ে নিরাপদ গাড়ি।

৫