দেশে HMPV আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? ICMR গঠন করল বিশেষ টিম

Published on:

HMPV

সম্প্রতি চীনের একটি ভাইরাল হওয়া হাসপাতালের ভিডিও দেখে ভয়ে রয়েছেন সকলে। কারণ পাঁচ বছর আগেই চীনের করোনা ভাইরাসের জন্যই ভুগতে হয়েছিল গোটা বিশ্বকে। তাই নতুন আবার ভাইরাসের কথা শুনে সকলের কপালে উঠেছে চিন্তার ভাঁজ। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস খুব একটা ক্ষতিকারক নয়।

তৈরি হলো নজরদারির টিম

আসলে গত মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা হয়েছে ৭ টি। যেহেতু আস্তে আস্তে ভারতেও এই ভাইরাস ঢুকে পড়েছে তাই ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর সদর দপ্তর দিল্লির পক্ষ থেকে শ্বাসকষ্ট জনিত HMPV ভাইরাসের বিষয়ে নজরদারি করার জন্য একটি বিশেষ টিম গঠন করেছে। টিমটির নাম হল ‘রেসপিটোরি ভাইরাস সার্ভিলেন্স টিম।’

নতুন টিমের কাজ শুরু

ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর সদর দপ্তর দিল্লির পক্ষ থেকে নজরদারির জন্য যে টিম তৈরি করেছে, সে টিমটির পক্ষ থেকে দেশের সমস্ত VRDL ল্যাব যেখানে এই নতুন ভাইরাস পরীক্ষার পরিকাঠামো রয়েছে তাদের নির্দেশ পাঠানো হয়েছে যে তারা যেন যাদের শরীরে HMPV ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ল্যাবে জিনোম সিকুয়েন্সের জন্য অর্থাৎ জিনের বিশ্লেষণের জন্য পাঠায়। HMPV পজেটিভ নমুনাগুলি NIV-ICMR ল্যাবে পাঠানো হলে তারা সে নমুনাগুলো থেকে জিন বিশ্লেষণ করে দেখবে। এছাড়া যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? অর্থাৎ এই ভাইরাসের চরিত্রের কি পরিবর্তন হয়েছে? ভাইরাসটি কি আরো নিজেকে শক্তিশালী তৈরি করছে কিনা? চীনে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখাচ্ছে, সেই ভাইরাস আর আমাদের এখানকার ভাইরাস এক কিনা? এই সমস্ত বিভিন্ন বিষয় তারা খুঁটিয়ে দেখবে।

এছাড়া নতুন এই ভাইরাস নিয়ে আরো নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে পাঁচ বছরের নীচে এবং ৬৫ বছরের উপরে অন্তত পাঁচটি নমুনা যাদের INFLUENZA A, INFLUENZA B, COVID 19, RS ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়েছে। এছাড়া শ্বাসকষ্ট নিয়ে আসা শিশু এবং প্রবীণদের নমুনা আলাদা করে রাখতে হবে HMPV টেস্ট করার জন্য। এই ভাইরাস পরীক্ষা করার জন্য ৫ ধরনের কিট রয়েছে দ্রুত ল্যাব গুলিতেই সেই কিটের সংখ্যা বাড়াতে হবে। নিয়ম মেনে এই HMPV ভাইরাস পরীক্ষা করতে হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।