তার লেখা বই চাণক্য নীতিতে ছয়টি সাফল্য লাভের পথের সন্ধান দিয়ে গিয়েছেন। যা অনুসরণ করলেই আমাদের সাফল্য লাভের পথ সুগম হবে।
সঠিক পরামর্শ গ্রহণ করবে, যদি তোমার থেকে মানে নীচু কেউ কোন পরামর্শ দেয় তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করবে।
5
নিজের লক্ষ্য অর্জনের জন্য সিংহ যেমন শিকারের সময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে, মানুষকেও তেমনি নিজের লক্ষ্য অর্জনের জন্য সমস্ত শক্তি ও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে।
4
মানুষের প্রকৃতি খুব একটা সরল বা সাদাসিজে না হওয়াই ভালো। কারণ বনের সবথেকে সোজা গাছকেই মানুষ আগে কাটে, একইভাবে সরল মানুষ বিপদে বেশি পড়ে।
3
যে ব্যক্তি নিজের জীবন দিয়ে কি করা উচিত? কি করা উচিত নয়? শিক্ষা গ্রহণ করে, সেই সর্বপেক্ষা শিক্ষিত। এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে।
2
প্রত্যেককেই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তাহলে জীবন স্থির ও শান্তিতে ভরে উঠবে। যেমন সন্তান সেই, যে বাবার সেবা করবে, বন্ধু সেই, যাকে বিশ্বাস করা যায়, গৃহকর্তা সেই, যে গোটা পরিবারের খেয়াল রাখে।
1