এই ৮ টি বাণী আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এবং চলার পথে নতুন উদ্যম জোগাবে। পড়ুন, জানুন এবং প্রেরণা লাভ করুন!

By - Amit  Sarkar 

January 12, 2025

নিজেকে কখনোই দুর্বল ভাববে না কারণ এটাই সবচেয়ে বড় পাপ।

 

সংগ্রাম যত বড় হবে বিজয়ও তত গৌরবময় হবে।

২ 

জীবনে একাধিক সম্পর্ক থাকা জরুরী নয় তবে যে সম্পর্ক রয়েছে তাতে প্রাণ থাকা দরকার। 

৩  

যতদিন বাঁচবে ততদিন শিখবে অভিজ্ঞতাই হলো বিশ্বের সেরা শিক্ষক।

৪ 

জ্ঞান নিজের মধ্যেই বিদ্যমান, মানুষ কেবল এটি আবিষ্কার করে।

৫ 

যতক্ষণ নিজের লক্ষ্যে না পৌঁছবে ততক্ষণ থামবে না।

৬ 

মানুষ তোমার প্রশংসা করুক বা সমালোচনা করুক কখনোই ন্যায়ের পথ থেকে সরে যাবে না।

দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, তা না করলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবেন।