New Road Accident Rules: আহতকে হাসপাতালে নিলে মিলবে ২৫ হাজার টাকা, কেন্দ্রের নতুন উদ্যোগ

Amit Sarkar

Published on:

Road Accident Rules

New Road Accident Rules: কেন্দ্র সরকার বড় ঘোষণা করল আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আসলে আগে যদি কেউ এক্সিডেন্টের কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতো তাহলে তাকে পুলিশের ঝামেলায় পড়তে হতো। সেই কারণেই মানুষ কারো বিপদে এগিয়ে আসতে ভয় পায় পুলিশি ঝামেলার জন্য। এর জন্য প্রচুর মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে মরে যায়। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যারা সড়ক দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছিল। সেই পুরস্কারের পরিমাণ আবার বাড়িয়ে দিল কেন্দ্র যার পরিমাণ করা হবে ২৫,০০০ টাকা। বর্তমানে এর পরিমাণ ৫,০০০ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ের মন্ত্রী নীতিন গড় করি পুনেতে এক অনুষ্ঠানে এই তথ্য দিয়েছেন।

আসলে পথ নিরাপত্তা বিষয় নিয়ে অভিনেতা অনুপম খেরের সঙ্গে একটি ইন্টারভিউ চলাকালীন নীতিন গড়করি বলেছিলেন যে তিনি সড়ক পরিবহন মন্ত্রকে পুরস্কারের পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন যে, যে কোন সড়ক দুর্ঘটনার রোগীকে যেকোনো ব্যক্তি যদি হাসপাতালে বা ট্রমা সেন্টারে নিয়ে যান তখন তাদের বর্তমান পুরস্কারের পরিমাণ খুবই কম। সড়ক দুর্ঘটনার এক ঘন্টার মধ্যেকার টাইম হলো গোল্ডেন আওয়ার। এই ১ ঘন্টার মধ্যে যদি কেউ ভিকটিম কে হাসপাতালে নিয়ে যেতে পারে তাহলে তার বাঁচার সম্ভাবনা থাকে অনেকটাই। প্রথমে তো কেউ এ সমস্ত দুর্ঘটনা রোগীকে হসপিটালে নিয়ে যেতেই ভয় পেত কারণ নানা রকম পুলিশী জেরার মুখে পড়তে হতো। কিন্তু ২০২১ সালে অক্টোবর থেকে পুরস্কারের বিধান শুরু করেছিল যাতে লোকেরা রাস্তা দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে উৎসাহিত হয়। তবে বর্তমানে ৫০০০ টাকা পুরস্কার হিসেবে খুবই কম তাই টাকা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিভাবে পুরস্কৃত করা হয়?

যে সমস্ত ব্যক্তি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যায় তাদের পুরস্কারের ব্যবস্থা করেছে সরকার। সেক্ষেত্রে তাদের একটি স্বীকৃতি শংসাপত্র দেওয়া হয়। পুরস্কার অর্থ প্রকৃত ব্যক্তির কাছে যায় কিনা তার নিশ্চিত করার জন্য বহু-স্তরীয় যাচাইকরণ প্রক্রিয়া রয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও হাইওয়ের মন্ত্রক নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে যারা মারাত্মক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসে তারাই প্রণোদনা ও সার্টিফিকেট পাওয়ার যোগ্য। আজ এই পর্যন্ত কতজন মানুষকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করেছে এবং কতজন মানুষকে যে পুরস্কারের অর্থ প্রদান করা হয়েছে তার কোন তথ্য পাবলিক ডোমেইনে নেই।

India Post Payments Bank: গ্রাহকদের জন্য সতর্কবার্তা, স্ক্যাম থেকে রক্ষা পেতে মানুন এই নির্দেশিকা

সড়ক দুর্ঘটনা হার

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছিলেন যে, ২০২৪ সালে দেশের বিভিন্ন অংশে প্রায় ১.৮০ লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩০,০০০ মানুষের মৃত্যু হয়েছে হেলমেট না পরার জন্য। তিনি আরো জানান যে দ্বিতীয় গুরুতরও বিষয় হলো দুর্ঘটনার ৬৬ শতাংশে ১৮ থেকে ৩৪ বছর বয়সী মানুষ ছিল। স্কুল ও কলেজের কাছে প্রবেশ ও প্রস্থান পয়েন্টে অপর্যাপ্ত ব্যবস্থার কারণে সড়ক দুর্ঘটনায় ১০,০০০ শিশুর মৃত্যুর ঘটনা তুলে ধরেন গড়করি।

ক্যাশলেস চিকিৎসা পরিষেবা

কেন্দ্রীয় মন্ত্রী নীতিনগড় কিছুদিন আগেই ক্যাশলেস ট্রিটমেন্ট প্রকল্পের ঘোষণা করেছিলেন। যেখানে তিনি বলেছেন যে, সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭ দিনের চিকিৎসার জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে। পুলিশ যদি ২৪ ঘন্টার মধ্যে দুর্ঘটনার তথ্য পায় তবে সরকার আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিট এন্ড রানের ঘটনায় নিহতদের পরিবারগুলোর জন্য ২ লক্ষ টাকা এক্স- গ্রেশিয়ার পরিমাণও ঘোষণা করেছিলেন। তবে সত্যি যদি সরকারের পক্ষ থেকে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে 25000 টাকা করা হয় তাহলে অনেকেই এই সমস্ত কাজে আরও উৎসাহ পাবে। এবং সকলে নিজের দায়িত্বে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেবে।

Blinkit ATM: এখন ১০ মিনিটেই বাড়িতে পৌঁছবে নগদ টাকা! দুয়ারে এটিএম পরিষেবা শুরুর প্রস্তাব