ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! 21 মার্চ কলকাতায় শুরু IPL 2025

Sumi Roy

Published on:

IPL 2025 starts in Kolkata on March 21

২০২৫ সালের IPL আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে। জানা গেছে এবার নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মরসুমের সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে।

IPL 2025 সময়সূচি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সময়সূচিতে সামান্য পরিবর্তিত করার ফলে টুর্নামেন্ট এখন মূল ঘোষণার এক সপ্তাহ পরে শুরু হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে ১৮তম মরসুমের খেলাটি ২১ শে মার্চ কলকাতায় শুরু হবে। এছাড়া ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে একই স্থানে মে মাসের ২৫ তারিখে।

এদিন বোর্ডের পক্ষ থেকে দুটি টুর্নামেন্টের দিন ঘোষণা করা হয়েছে। আইপিএল শুরু মার্চ মাসের ২১ তারিখ থেকে আর ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে উইমেন্স প্রিমিয়াম লীগের পরবর্তী সংস্করণ। ২০২৫ সালের আইপিএল এর সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল এর ফাইনালে হবে সেখানেই। তবে ১০ দলের পুরুষদের এই টুর্নামেন্টের আগে রয়েছে উইমেন্স প্রিমিয়াম লীগ। ভারতীয় বোর্ডের বিশেষ বার্ষিক সভার দিনে সিদ্ধান্ত হয়েছে যে ২১ শে মার্চ আইপিএল শুরু হবে এবং ফাইনাল হবে মে মাসের ২৫ তারিখে। ২০২৫ সালের আইপিএল এর উইন্ডো ছিল ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত। এর আগে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল মার্চ মাসের ৯ তারিখ। ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি টুর্নামেন্টের মাঝে অন্তত দুই সপ্তাহের গ্যাপ রাখতে চাইছে। সে কারণেই মার্চ মাসের ২১ তারিখ থেকে আইপিএল শুরুর পরিকল্পনা করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এই মাসের শেষে আইপিএলের পূর্ণাঙ্গসূচি প্রকাশের সম্ভাবনা।

তবে মূল গেম গুলির ভেনুগুলি প্রত্যাশিত লাইনে রয়েছে ইডেন গার্ডেন, কলকাতার নাইট রাইডার্স এর বাড়ি, আইপিএল ২০২৪ এর চ্যাম্পিয়ন, বিজয়ী দলের হোম সিটিতে এই ম্যাচগুলি অনুষ্ঠিত করার অনুশীলনের সাথে সামঞ্জস্য রেখে ফাইনাল উভয় হোস্ট করবে। অপরদিকে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা প্রকাশ করেছেন যে ১৭ বা ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা করা হবে। বিসিসিআই সহ সভাপতি বলেছেন যে মহিলা প্রিমিয়াম লীগের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে এবং শীঘ্রই ঘোষণা করা হবে। গত তিন সংস্করণের মতোই এবারও মোট ম্যাচ হবে ৭৪ টি। উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হবে ফেব্রুয়ারি ৭ তারিখ থেকে। ফাইনাল হবে মার্চ মাসের ২ তারিখ। এতদিন যে নিয়ম মানা হয়েছে, সে অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এর ভেন্যুতে আইপিএলের নতুন সংস্করণের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হয়। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় ইডেন গার্ডেনে উদ্বোধন ও ফাইনাল হবে।