SBI এর নতুন স্কিম, ৮০ টাকা বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ!

Amit Sarkar

Published on:

SBI Har Ghar Lakhpati Scheme

অমিত সরকার, কলকাতা: যে সমস্ত মানুষ নিজেদের আয় করা টাকা থেকে প্রতি মাসে কিছু করে টাকা জমিয়ে মোটা অংকের ফান্ড তৈরির স্বপ্ন দেখেন তাদের কথা ভেবেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ‘হর ঘর লক্ষপতি’ নামে একটি নতুন RD স্কিম চালু করেছে।

SBI Har Ghar Lakhpati Scheme

এই স্কিমের মাধ্যমে একজন মানুষ তার নিজের একাউন্টে এক লাখ টাকা বা তার বেশি টাকাও জমা করতে পারবে। যেকোনো ব্যক্তি প্রতি মাসে অল্প পরিমানে টাকা জমিয়ে সহজে লাখপতি হয়ে উঠতে পারবে। কারণ সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৬.৭৫ পার্সেন্ট বার্ষিক সুদ এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৫ পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে। এই টাকা জমানোর মেয়াদ থাকবে সাধারণত ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তি ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত যে কোন সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে পারবে। তবে বিশেষ করে কোন ব্যক্তি যদি SBI কর্মচারী হয়ে এই স্কিমে বিনিয়োগ করে তাহলে তিনি ৮% পর্যন্ত সুদ পাবে।

আবেদনের যোগ্যতা

হর ঘর লক্ষপতি প্রকল্পের মাধ্যমে মানুষ টাকা জমাতে পারবে। এক্ষেত্রে ১০ বছরের উর্ধ্বে যেকোনো শিশুও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে। এছাড়া প্রবীণ নাগরিকরাও আবেদন করতে পারবে, তবে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ।

প্রতিদিন জমান ৮০ টাকা

যদি একজন ব্যক্তি প্রতিদিন ৮০ টাকা করে সাশ্রয় করেন তাহলে পুরো মাসে সেই ব্যক্তি ২৪০০ টাকা সাশ্রয় করতে পারবে। এবার প্রতিমাসে নিয়মিত যদি এই ২৪০০ টাকার সঙ্গে আরও ১০০ টাকা জুড়ে ২৫০০ টাকা হর ঘর লক্ষপতি স্কিমে বিনিয়োগ করে। তাহলে সেই ব্যক্তি তিন বছরের মেয়াদপূর্তির সময়কালে ১ লাখ টাকার ফান্ড তৈরি করতে পারবে।

অন্যান্য সুযোগ

এই সিমের অধীনে যদি কোন ব্যক্তি ৪০ হাজার টাকা বেশি বার্ষিক সুদ পান তাহলে অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমের মতোই তা থেকে দশ শতাংশ টিডিএস কাটা হবে। প্রবীনদের জন্য এই সীমা ৫০০০০ টাকা। যদি আপনি টানা ৬ মাস টাকা জমা করতে না পারেন তাহলে এই RD অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে এবং আপনার জমানো ব্যালেন্স আপনার সেভিংস একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।