মাঘের শীতে ফের তাপমাত্রার পতনের সম্ভাবনা! জানুন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস

Amit Sarkar

Published on:

Weather Update Tomorrow

অমিত সরকার, কলকাতা: গত বছরের শেষ থেকেই কিন্তু শীতের আমের একটু একটু করে পড়েছে কনকনে শীত এই বছরের প্রথমে সপ্তাহের একটু বেড়েছিল তবে সেই পরিস্থিতি ছিল কিছু সময়ের জন্য। পৌষের শেষ কয়েকটা দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে একটু বেড়েছে তাই মকর সংক্রান্তিতে দেখা নেই শীতে। কিন্তু অন্যান্য বছর এই মকর সংক্রান্তের দিনই জাঁকিয়ে বসে শীত। তবে আগামী কয়েক দিন আবহাওয়ার কি পরিবর্তন ঘটবে? শীতের আমেজ কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝের কারণে মকর সংক্রান্তির দিন খুব একটা ঠান্ডা পড়েনি। উল্টে আরো কিছুটা তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে যে আগামী ১৮ই জানুয়ারী পর্যন্ত নাকি রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কমার কোন সম্ভাবনা থাকবে না। বর্তমানে সভ্যত জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টিরও কোন সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া ও দক্ষিণ 24 পরগনা জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল গুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা হতে পারে। আবার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে দৃশ্যমানতা মোটামুটি ২০০ মিটারের নিচে চলে যাবে সেক্ষেত্রে আবার কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছিও নেমে যেতে পারে। মকর সংক্রান্তির পরের দিন পারদ কিছুটা কমা সম্ভাবনা রয়েছে।