অমিত সরকার, কলকাতা: মকর সংক্রান্তি পর্যন্ত খুব একটা শীতের দেখা না মানলেও মকর সংক্রান্তির পরের দিন অর্থাৎ আজ বুধবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। সকালবেলা থেকেই দেখা গিয়েছে যে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা থেকে শুরু করে উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেই সঙ্গে অনুভব করে যাচ্ছে হার কাঁপানো ঠান্ডাও। অর্থাৎ অবশেষে রাজ্যে হাড় কাঁপানো শীত নতুন করে মানুষকে বেহাল করতে চলে এসেছে। ঘন কুয়াশার জন্য চারটি জেলায় হলুদ সুতার কথা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের খবর অনুযায়ী জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা বৃদ্ধি পাবে। ঘন কুয়াশার দাপট দেখা যাবে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মকর সংক্রান্তির দিনে তাপমাত্রা বেড়ে গেলেও মকর সংক্রান্তির পরের দিন আজ তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এক্ষেত্রে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। দুই থেকে ৩° সেলসিয়াস তাপমাত্রার নামতে পারে পুরুলিয়া বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে। অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪° সেলসিয়াস এর আশেপাশে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আমরা দেখে নেব আজকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। আলিপুরদুয়ার হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে উত্তরবঙ্গের বেশ কিছু পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে আবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝের কারণে দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলের উচু জায়গা গুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে যেমন আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।