সুমি রায়, কলকাতা: সমস্ত মানুষের এখন একটি দরকারি এবং পছন্দের জিনিস হল স্মার্টফোন। আর এই ফোনের মধ্যে সকলেই স্বপ্ন দেখে iPhone কিনে নেওয়ার। তাই যে সমস্ত মানুষ আইফোনের স্বপ্ন দেখছেন তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ফ্লিপকার্টের রিপাবলিক ডে মনুমেন্টাল সেল লাইফ এবং সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন 16 এর সিরিজ সহ স্মার্টফোনে বেশ কিছু অফার দিচ্ছে। অফারটি চলবে সীমিত সময়ের জন্য। তাই তোমাদের যদি কারো আইফোন কেনার স্বপ্ন থেকে থাকে তাহলে এটাই সুযোগ। অনেক কম দামে নিজের স্বপ্নের iphone কিনে নিতে পারবে। সেল চলবে জানুয়ারি ১৯ তারিখ পর্যন্ত। এই ফোনের দাম কমানোর সাথে সাথে অতিরিক্ত ব্যাংকের অফার এবং অন্যান্য সুবিধাও দেওয়া হবে। এবার দেখে নেব flipkart এ iPhone সিক্সটিন এর সিরিজের কি কি অফার চলছে?
iPhone 16 ফোনে কত টাকা ছাড় দেবে?
- iPhone 16 (128GB স্টোরেজ) ফোনটি বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে পাওয়া যাচ্ছে ৬৭,৯৯৯ টাকা দিয়ে। তবে এর মূল নিবন্ধিত দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ বর্তমানে এই ডিসকাউন্টে ফোন কিনলে ১২০০০ টাকা সঞ্চয় হবে।
- তবে এটি নির্দিষ্ট করা অবশ্য যে ডিভাইসের মূল্য অ্যাপ এবং ওয়েবসাইটের মূল্যের মধ্যে সামান্য পরিবর্তন হতে পারে।
- ক্রেতারা এক্ষেত্রে ব্যাংকের অফার পাবে, যেমন HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারে। যা এই চুক্তিটিকে আরো আকর্ষণীয় করে তুলবে।
iPhone 16 Plus
- iPhone 16 Plus ফোনের আসল দাম ৮৯,৯০০ টাকা, কিন্তু অফারের জন্য ফোনটি ৯৯০১ টাকা ছাড় দিয়ে বর্তমান মূল্য দিচ্ছে ৭৯,৯৯৯ টাকায়।
- তবে গ্রাহকরা এই ফোন কেনার জন্য নির্বাচিত ব্যাংক কার্ড গুলি ব্যবহার করলে অতিরিক্ত ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারে।
iPhone 16 Pro
- iPhone 16 Pro বর্তমানে পাওয়া যাচ্ছে ১,১২,৯০০ টাকা দিয়ে। তবে যার বাজার মূল্য রয়েছে ১,১৯,৯০০ টাকা। তবে মূল দামে থেকে ফ্লিপকার্ট অফারে ৭,০০০ টাকার কমে মিলছে এই ফোন।
- তবে এটা মনে রাখতে হবে যে এই ফোনের ক্ষেত্রে এ ছাড়ের মূল্য শুধুমাত্র সাদা রংয়ের ফোনগুলির জন্যই প্রযোজ্য। অন্যান্য রঙ্গের বিকল্প গুলির দাম কিছুটা বেশি হতে পারে।
- তবে এই ফোনের ক্ষেত্রেও কিন্তু নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলি ব্যবহার করলে অতিরিক্ত ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবে। যার ফলে দাম আরো অনেকটাই কমিয়ে দিবে।
iPhone 16 Pro Max
- iPhone সিক্সটিন এর শীর্ষ মডেল হল iPhone 16 Pro Max। এই ফোনটি পাওয়া যাচ্ছে ১,৩৭,৯০০ টাকায় যার আসল দাম ১,৪৪,৯০০ টাকা। এক্ষেত্রে মোট সাশ্রয় হবে ৭,০০০ টাকা।
- অন্যান্য মডেলের মতো গ্রাহকরা এই ফোনেও সর্বাধিক অতিরিক্ত ছাড় পাওয়ার জন্য ব্যাংকের অফার গুলি নিতে পারে।
ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- এক্ষেত্রে উল্লেখিত সমস্ত দাম স্টোরেজ ভেরিয়েন্ট এর উপর ভিত্তি করে। flipkart উচ্চতর স্টোরেজ বিকল্প গুলির বিল চেক করা যেতে পারে।
- Flipkart এর ক্ষেত্রে ফোনের দাম বিক্রয়ের সময় ওঠা নামা করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ডিল গুলি কাজে লাগানো ভালো।
- HDFC ক্রেডিট কার্ডে ব্যাংকের অফারগুলি এবং অন্যান্য অতিরিক্ত সঞ্চয় প্রদান করে এই ডিল গুলিকে আরো আকর্ষণীয় করে তোলে।
- তাই তোমরা যারা আইফোন কিনতে ইচ্ছুক তারা অনেক টাকা ছাড়ে এ ফোনগুলি নিয়ে নিতে পারো। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।