অমিত সরকার, কলকাতা: এর আগেও একবার উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছিল। ২০২৩ থেকে ২০২৪ উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষে নতুন করে যুক্ত করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স। আর এই দুটি পরিবর্তনই সেই সময় আগের উচ্চ মাধ্যমিক সিলেবাসে থাকা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঠ্যক্রমকে অনেকটা পরিবর্তন এনে দিয়েছিল। এতে করে বেশ জটিলতা ফেস করেছে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। অর্থাৎ আগে যে বিষয়গুলি উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে কম্পিউটারে পড়ানো হতো, যেমন ডিস্ক অপারেটিং সিস্টেম, অন্যান্য এপ্লিকেশনগুলি তার পাশাপাশি এখন কম্পিউটারের যে বিষয়গুলি ব্যবহৃত হচ্ছে সেগুলি পাঠ্যক্রমের রাখা হচ্ছে। তার ফলেই সমস্যায় পড়ছে কলা ও বাণিজ্য শাখার পড়ুয়ারা।
কম্পিউটার সিলেবাসে বড় বদল
বর্তমান যুগ ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে, সবকিছুই এখন কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তাই কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর যুগে সামঞ্জস্য রাখার জন্যই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর পাঠ্যক্রম গুলিকে আরো অ্যাডভান্স করা হচ্ছে। তাই ভবিষ্যতের কথা ভেবেই এবং পড়ুয়াদের কথা ভেবে আবারো পরিবর্তন করা হয়েছে পাঠ্যক্রম। তবে এই পাঠ্যক্রম যেন পড়ুয়াদের সমউপযোগী এবং তথ্যসমৃদ্ধ করার পাশাপাশি বোঝার ক্ষেত্রেও সহজ হয় তার জন্যই বিশেষ নজর দিয়েছে শিক্ষা সংসদ। যাতে নতুন পাঠ্যক্রম কোনো পড়ুয়ার কাছে বোঝা মনে না হয় এবং তারা খুব সহজেই যেন বোধগম্য করতে পারে।
কম্পিউটার অ্যাপ্লিকেশনের নয়া পাঠক্রমে কি কি রয়েছে?
শিক্ষা সংসদের পক্ষ থেকে এই নয়া পাঠক্রমের সূচিতে নতুন করে কি কি যুক্ত করা হয়েছে, সে বিষয়ে জানা গিয়েছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু বিষয় থাকবে, পাইথন প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রোগ্রামিং এর অন্যান্য বিষয় থাকবে। শিক্ষা সংসদের এই উদ্যোগের ফলে কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারাও এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন তথ্য এবং সম্পর্কগত যুক্তিগুলো সহজেই বুঝতে পারবে।পড়ুয়াদের সুবিধার জন্যই নতুন করে যে পাঠক্রম তৈরি করা হয়েছে তা সহজভাবেই তৈরি করা হয়েছে। যাতে পড়ুয়াদের নতুন সিলেবাস হিসেবে কোন রকম অসুবিধায় পড়তে না হয়।
পাঠ্যক্রম পরিবর্তনের কারণ
পুনরায় পাঠ্যক্রম পরিবর্তন এর কারণ হলো ডিজিটাল যুগ। এখন অনেকেরই মনে হতে পারে এখন পর্ষদ কেন এই পরিবর্তনের দিকে নজর দিচ্ছে? আসলে অংকের ক্ষেত্রে অনেক পড়ুয়ার মনে নানা রকম ভয় থাকে। আর এই ভয়কে দূর করেই পড়ুয়ারা যাতে কম্পিউটারের নানা বিষয় বুঝে ভবিষ্যতে এই বিদ্যা কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্যে এই পরিবর্তন নিয়ে আসতে চলেছে শিক্ষা সংসদ। আসলে যে সমস্ত পড়ুয়াদের অঙ্কে ভয় তাদের জন্য এই বিষয়টি চালু করা হয়েছে। ২০১২ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি পড়ানো হয়।
শিক্ষা সংসদের সভাপতির বক্তব্য
বহুদিন ধরেই কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে এই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়গুলি চালু ছিল। তবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিক স্তরে পড়তে পারতো কলা ও বাণিজ্য শাখার পড়ুয়ারা। তবে এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে প্রত্যেকেরই এই কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা প্রয়োজন। তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি শিক্ষামূলক এবং সহজ করে তোলার জন্যই পাঠ্যক্রম সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। সেই কারণেই এবারেও নতুন করে আবার কম্পিউটারের পাঠ্যক্রমে যোগ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলি যাতে ছাত্ররা পড়ে বুঝতে পারে সহজেই সেই দিকেও নজর রেখেছে শিক্ষা সংসদ।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।