অমিত সরকার, মুম্বাই: মধ্যে রাতে ঘটে গেল খান পরিবারে এক বড়সড় দুর্ঘটনা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে আঘাত করা হলো বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। জানা গেছে রাত আড়াইটে নাগাদ সাহেব আলী খানের উপর হামলা হয়। তিনটার সময় পুলিশকে খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা করানো হয় সাইফকে। তার অস্ত্রপচার করে তিন ইঞ্চির একটি ধারালো অস্ত্র বের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে বলিউড থেকে শুরু করে ভারত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে একজন সেলিব্রিটির উপর যদি এভাবে আতর্কিত হামলা হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
মুম্বাই পুলিশে তরফ থেকে জানানো হয়েছে বুধবার রাতে বলিউড অভিনেতার বান্দ্রার বাড়িতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে, সম্ভবত চুরির উদ্দেশ্যে। তারপর নাকি সাইফ আলী খান এবং তার হাউস হেলপারদের সঙ্গে দুষ্কৃতীদের কথা কাটাকাটি হয়। তারপরেই তারা অভিনেতার উপর হামলা চালায় টানা 6 বার ছুরি চালানো হয় অভিনেতাকে।
তবে সিসিটিভি ফুটেজ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে, ‘বাইরের কেউ নয় বাড়ির ভিতরে লুকিয়ে ছিল হামলাকারী’। তবে প্রথমে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে চুরি করতে এসে সাইফের উপর হামলা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ জানতে পারে যে হামলার দু’ঘণ্টা আগেও আবাসনে কাউকে ঢুকতে দেখা যায়নি। এর থেকে অনুমান করা হচ্ছে অভিযুক্ত বিল্ডিং এর ভিতরে ছিল।
জানা গিয়েছে সাইফ আলী খান যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিং এর পলিশিংয়ের কাজ চলছিল। তবে মনে করা হচ্ছে হামলাকারী কোন শ্রমিক হতে পারে আবার এক্ষেত্রে পরিচালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ পরিচারিকা যদি দরজা খুলে না দেয় তাহলে হামলাকারী ঢুকতে পারত না।
তবে মনে করা হচ্ছে বাড়ির পরিচালক অভিযুক্তকে ঘরে ঢুকতে দিয়েছিল রাত দুটো নাগা তাদের মধ্যে বচন শুরু হয় আর সেই আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ আলী খান। হামলাকারী প্রথমে পরিচারকের হাতে কোপ মারে, তারপরে সাইফ আলি আটকাতে গেলে তাকেও তখন পর পর ছুরি দিয়ে ৬ বার আঘাত মারা হয়। তারপর সাইফ আলী খানকে হাসপাতালে ভর্তি করা হয়।