অমিত সরকার, কলকাতা: মনে হচ্ছে বাংলায় আস্তে আস্তে হার কাপানো ঠান্ডা পড়তে চলেছে। শুক্রবার সকাল থেকেই একটু বেশি ঠান্ডা পড়েছে বাংলা জুড়ে। তাহলে কি এবার অবশেষে জাঁকিয়ে শীত পড়তে চলেছে? এই বিষয় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বড় তথ্য দিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঠান্ডা এবার বাড়বে। তবে আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা হালকা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে এবার দেখে নেব দুই বঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর অনুযায়ী আজ স্বাভাবিকের থেকে একটু বেশি ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। যে সমস্ত জেলায় বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হল পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, পূর্ব বর্ধমান, ও পশ্চিম বর্ধমান। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে। তবে দক্ষিণবঙ্গের নদীয়া, বীরভূম, থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাগুলি আজ দিনভর ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে, দেখা মিলবে না সূর্যের।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী আজ ঘন কুয়াশার দাপট থাকবে মূলত উত্তরবঙ্গের চারটি জেলায় সে জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুর। এছাড়া এই জেলাগুলিকেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া এ জেলাগুলিতেও সূর্যের দেখা পাওয়া অনিশ্চিত।