অমিত সরকার, কলকাতা: মধ্যরাতে সাইফের উপরে হামলা। প্রথমে গৃহকর্মীর সঙ্গে তর্ক বিতর্ক তারপর গৃহকর্মীর হাতে ছুরি দিয়ে আঘাত করলে অভিনেতা আটকাতে এলে দুষ্কৃতীরা তাকেও ছয় বার ছুরি দিয়ে আঘাত করে। এরপরে মধ্যরাতে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেই আক্রমণের ফলে অভিনেতার ঘাড়, হাত এবং মেরুদন্ডের কাছে গুরুতর আঘাত হয়েছে যে কারণে তাকে রাখা হয়েছিল আইসিইউতে। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন 24 ঘন্টার পর এখন কেমন আছেন অভিনেতা।
লীলাবতী হাসপাতালে চিকিৎসা হয় সাইফের। অপারেশনের দ্বারা তার মেরুদন্ড থেকে আড়াই ইঞ্চি একটি ছুরি বের করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন এখন অভিনেতা আগে থেকে অনেকটাই ভালো আছে। চিকিৎসক নীরজ উত্তমানি জানিয়েছেন, আমরা ওকে হাঁটাচ্ছি, আজ একটু চেষ্টাও করছে। আর আগের থেকে সমস্যা অনেকটাই কম। তবে তাকে আইসিও থেকে একটি বিশেষ ঘরে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে খুব বেশি মানুষ তার সঙ্গে দেখা না করাই ভালো। কারণ তার মেরুদন্ডের ক্ষত রয়েছে, ফলে ইনফেকশন ছড়াতে পারে।
চিকিৎসক আরো জানিয়েছেন সাইফ যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় তার শরীরের রক্ত জমাট বেধেছিল এবং ক্ষত ছিল খুব গভীর। তবে চিকিৎসকদের মতে ছুরিটা যদি আরো দুই তিন মিলিমিটার ভেতরে যেত তাহলে অভিনেতার অবস্থা আশঙ্কাজনক হত। তবে বৃহস্পতিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অভিনেতার অস্ত্রপ্রচার চলেছে প্রায় পাঁচ ঘন্টা ধরে। এছাড়া তার গভীর রাত পর্যন্ত কোন জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা এও জানান যে সাইফকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার সম্পূর্ণ শরীর রক্তে ভিজে গিয়েছিল। বর্তমানে সাইফ অনেকটা ভালো আসেন এবং তিনি সম্পূর্ণ বিপদ মুক্ত।