অমিত সরকার, কলকাতা: গত বছর আরজিকর হাসপাতালে একটি কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। একই মামলা করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। শুক্রবার রাজ্যের করা মামলার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে CBI এর মামলাটি অবশ্য গ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে সিবি আই-এর আরজি কর মামলার দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসির দাবিতে যে মামলা করেছে তা গ্রহণযোগ্য। কারণ সিবিআই আরজি কর কান্ডের তদন্ত করছে ফলে তাদের আবেদনই এক্ষেত্রে গ্রহণযোগ্য। উভয়ের আবেদন এক হলেও রাজ্য সরকার যে আবেদনটি করেছে তা গ্রহণযোগ্য নয়। নির্যাতিতার পরিবার তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কোনভাবেই এই আবেদন করতে পারে না? আদালতে রাজ্যে পাল্টা যুক্তি ছিল তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়।
তার বাবা-মা জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নির্যাতিতার মা-বাবার দাবি এই ঘটনার সঙ্গে একা সঞ্জয় রায় জড়িত থাকা সম্ভব নয়। তাদের আবেদন হল পুনরায় তদন্ত করা হোক। এই আর্জির জন্য দ্রুত শুনানির কথা জানিয়েছিলেন তারা। তবে শীর্ষ আদালত সেই আবেদনের সারা দিলো না। সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়েছে নির্ধারিত দিন অর্থাৎ আগামী ১৭ ই মার্চে এ মামলার শুনানি হবে। আদালতে রাজ্যের পাল্টা যুক্তি ছিল তদন্ত এবং আদালত আইনশৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। ফলে সঞ্জয়কে ফাঁসির শাস্তি দেওয়া হলে তার সঙ্গে সঙ্গে যাবতীয় প্রমাণও লোপাট হয়ে যাবে।