Land Aadhaar Link: জমির সাথে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক! মোবাইল থেকে কীভাবে করবেন জেনে নিন

Published on:

Land Aadhaar Link

অমিত সরকার, কলকাতা: আমাদের প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আধার কার্ড। কারণ আধার কার্ড তৈরি সময় লাগে দুটো জিনিস একটা হলো চোখ এবং আঙ্গুলের ছাপ। যার ডুবলিকেট কেউ কোনদিন করতে পারবে না। কারণ পৃথিবীতে সকলেরই হাতের ছাপ ভিন্ন ভিন্ন হয়। এই নথি এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমানে অন্যান্য যে প্রয়োজনীয় নথি রয়েছে তাদের সঙ্গে এর লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে।

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি পরিষেবার জন্য আধার লিঙ্ক ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন যেকোনো প্রকল্পের সঙ্গেও আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে তেমনি রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ক্ষেত্রেও আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। এবারে জমিজমা বা সম্পত্তির জন্য প্যান কার্ড ও আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। যদি কোন ব্যক্তি জমির কাগজের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে তাহলে পরবর্তীতে সে জমির মালিকানা নিয়ে বড়সড় সমস্যা পরতে পারে।

Land Aadhaar Link

মোটামুটি সকলেই জানে যে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কিন্তু অনেকেই বুঝতে পারছে না জমির সঙ্গে কিভাবে আধার লিঙ্ক হবে! বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ যে কোন কাজ এখন অনলাইনের মাধ্যমে করার সুবিধা রয়েছে। সেই রকমই জমির কাগজের সঙ্গে আধার লিঙ্ক আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। এই প্রতিবেদনে অনলাইনে জমির কাগজের সঙ্গে কিভাবে আধার লিঙ্ক করবেন সে সমস্ত তথ্য আলোচনা করা হলো।

আপনি যদি কোন জমির মালিক হয়ে থাকেন, অথবা আপনার পুরনো জমি থেকে থাকে। তাহলে আপনার জমির সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলেও আপনার কাছে প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পুরনো জমি থাক বা নতুন, মানে জমি থাকলেই তাকে আধার লিঙ্ক করাতে হবে। বিশেষ করে যে সমস্ত মানুষ নতুন জমি কিনেছেন সেক্ষেত্রে মিউটেশন প্রক্রিয়ার জন্য আধার লিঙ্ক করা আবশ্যিক।

আধার লিঙ্ক না করা থাকলে যে যে সমস্যা হতে পারে

  • আধার লিঙ্ক না করা থাকলে জমি কেনা বেচার ক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা দিতে পারে।
  • আধার লিঙ্ক না করা থাকলে আপনি যখন নতুন জমি কিনতে যাবেন তখন মিউটেশনের প্রক্রিয়ায় অনেক সময় বাধা আসতে পারে। তাতে করে বিশেষ জটিলতার সম্মুখীন হতে পারেন। মিউটেশন প্রক্রিয়া ধীর গতিতে চললে নতুন জমি কিনতে এবং নিজের নামে করতে অনেকটাই সময় লাগতে পারে।
  • জমির সাথে আধার লিঙ্ক করা না থাকলে বিভিন্ন সরকারি পরিষেবা বা সরকারি প্রকল্প যেমন কিষান সম্মান নিধি সহ বিভিন্ন কৃষিভিত্তিক যে প্রকল্প গুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
  • জমির সঙ্গে আধার লিঙ্ক করলে খুব সহজেই আপনারা যে কোন সরকারি পরিষেবা পেতে পারবেন।
  • নিজের জমির মালিকানা নিরাপত্তা বজায় রাখতে এবং মালিকানা নিশ্চিত করতে এই আঁধার লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • মিউটেশন মালিকানা স্থানান্তর বা জমির কেনাবেচা অনেকটাই ত্বরান্বিত হয় যদি আপনি জমির সাথে আধার লিঙ্ক করে রাখেন।

অনলাইনে জমির সাথে আধার লিঙ্ক পদ্ধতি

  • জমির সাথে আধার লিঙ্ক করতে হলে সর্বপ্রথম প্রার্থীকে Banglarbhumi ওয়েবসাইটে যেতে হবে।
  • এই ওয়েবসাইটে যদি আপনি নতুন হন তাহলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য আপনাকে ‘Sign Up’ অপশন এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে এবং লগইন করতে হবে।
  • লগইন করার পর ড্যাশবোর্ডে গিয়ে ‘Citizen Services’ অপশনটি ক্লিক করতে হবে।
  • তারপর Mutation Application অপশনে ক্লিক করতে হবে।
  • মিউটেশন ফর্মে Buyer Details অপশনে জমির মালিকের আধার নম্বর লিখতে হবে। এরপর আপনার জমির সাথে আপনার আধার লিঙ্ক হয়ে যাবে।

অফলাইনে লিঙ্ক

যদি কেউ অনলাইনের মাধ্যমে লিঙ্ক করতে না চান তাহলে আপনি অফলাইনের মাধ্যমে লিঙ্ক করতে পারবেন। এর জন্য ব্যক্তিকে নিকটবর্তী ভূমি দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনের একটি ফর্ম রয়েছে সেটা ভূমি দপ্তর অফিস থেকে নিতে হবে। ফর্মটি নেওয়ার পর সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে আবার ওই অফিসেই সেই ফর্মটি জমা দিতে হবে।

মোটকথা সকলকেই নিজের জমির সাথে আধার লিঙ্ক করতে হবে। নিজের জমির মালিকানার নিরাপত্তা প্রদানের জন্য এবং জমির মালিকানা প্রতারণার ফাঁদ এড়াতে এবং বিভিন্ন আইনি জটিলতা সমস্যা কমানোর জন্যই নিজের জমির সাথে আধার লিঙ্ক খুব শীঘ্রই করিয়ে নিন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।