অমিত সরকার, নয়াদিল্লি: ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে দেশের বাইরে গেছেন। তিনি বর্তমানে ফ্রান্সে রয়েছেন এরপর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন আমেরিকায়। তবে বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বিমানের জঙ্গি হামলার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তার আগে মুম্বাই পুলিশের কাছে মোদির বিমানে বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ফোন কল আসে।
ধৃত এক ব্যক্তি
আসলে মুম্বাই পুলিশের কাছে মোদির বিমানে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি উড়ো ফোন কল আসে। তখনই তৎপরতার সঙ্গে তদন্তে নেমে যান মুম্বাই পুলিশ। সে ওর ফোনের নম্বর ট্রেস করে সে কলারের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশি সেই ফোন নম্বর ট্রেস করে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত সেই ব্যক্তি নাকি একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। তবে এরকম ঘটনা নতুন নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণ রাশির হুমকির উড়ো ফোন এসেছিল মুম্বাই পুলিশের কাছে। এছাড়া গত বছর ডিসেম্বর মাসে ও মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একটি ভুয়ো হুমকি ফোন এসেছিল। গত বছর কান্দি বলির বাসিন্দা শীতল চৌহানকে গ্রেফতার করা হয়েছিল। যার বয়স ছিল 34 বছর।
মুম্বাই পুলিশের বক্তব্য
মুম্বাই পুলিশের এক আধিকারিক বলেন যে গত ১১ই ফেব্রুয়ারি মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যেখানে কলার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। সেই ফোন করলে এও বলা হয় যে জঙ্গিরা নাকি ইতিমধ্যে প্ল্যান ছকে ফেলেছে। এই মুহূর্তে তিনি ফ্রান্স ও আমেরিকা সফরে রয়েছেন। মুম্বাই পুলিশের কাছে এই হুমকির ফোন আসা পরপরই তা খতিয়ে দেখা শুরু হয় এবং সেই নম্বর টেস্ট করে অভিযুক্ত কলারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর চেঙ্গুর এলাকা থেকে পাকড়াও করা হয় ওই কলারকে। এবং জানা যায় যে তিনি নাকি মানসিকভাবে অসুস্থ।