চালের দাম উর্ধ্বমুখী, হঠাৎ এত দাম বাড়ার কারণ কী?

Updated on:

Rice Price Hike

অমিত সরকার, কলকাতা: দিন দিন জিনিসের মূল্য বৃদ্ধি যেন বেড়েই চলেছে। এতদিন সবজির অগ্নি মূল্য ছিল। তবে এখন সবজি অগ্নিমূল্যের পর চালের চড়া দামে হাঁসফাঁস উঠেছে সাধারণ মধ্যবিত্তের।

হঠাৎ সমস্ত চালের কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। আগে যে চালের দাম প্রতি কেজি ছিল ৫৫ টাকা, সেই চাল এখন প্রতি কেজি দরে হয়েছে ৬২ টাকা। হঠাৎ করে এতটা দাম বৃদ্ধির জন্য অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ।

দাম বাড়ার কারণ

হঠাৎ-ই বেড়েছে সমস্ত চালের দাম। কেন চালের দাম বেড়েছে? এ বিষয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন রকম মতামত দিয়েছেন। দোকানদারদের মতে, এই চালের বাড়তি দাম মূলত দক্ষিণবঙ্গে সঠিকভাবে চাল উৎপাদন না হওয়ার কারণ হিসেবে তারা ধরেছেন। বর্ষার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ধান চাষ নষ্ট হয়ে গেছে।

আর সেই কারণেই এক লাফে প্রতি কেজি চালে 10 টাকা দাম বাড়ানোর পর, মিনিকেট, রত্না, বাঁশকাঠি, গোবিন্দ ভোগ সব ধরনের চালই এখন মহার্ঘ্য। হঠাৎই বাজারের চালের দাম বৃদ্ধি হওয়ার ফলে অস্বস্তিতে পড়েছে গরিব থেকে মধ্যবিত্ত পরিবার। কারণ আমাদের রাজ্যে সবারই মূল খাদ্য হচ্ছে ভাত।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।