অমিত সরকার, কলকাতা: মার্চ মাস শুরু হতে না হতেই মনে হচ্ছে শীত একেবারে বাংলা থেকে চলে যাচ্ছে। কারণ যেখানে লাফিয়ে লাফিয়ে পারদ কমছিল, সেইটা ঠিক উল্টো হচ্ছে একটু একটু করে পারদ বাড়ছে। রাত কিংবা ভোরের দিকে ঠান্ডা অনুভব হলেও সূর্য ওঠার পর পর কিন্তু সেই ঠান্ডা একেবারেই চলে যাচ্ছে। আজ সোমবার মার্চ মাসের ৩ তারিখ গোটা বাংলায় সকাল থেকে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী মার্চ মাসে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এবার দেখে নেওয়া যাক সারাদিন বাংলার আবহাওয়া ঠিক কেমন যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ গরমের আভাস শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আগামী পাঁচদিন স্থিতিশীল সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার জন্য প্রস্তুত থাকা উচিত। তবে আজ সোমবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের অফিসের এক কর্তা জানিয়েছেন যে ‘দুর্ভাগ্যবশত দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই’। যা দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দেয়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আগামী কয়েক দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।