অমিত সরকার, কলকাতা: বাংলার দক্ষিণবঙ্গে কয়েকদিন আবহাওয়া গরম হলেও আবারো পারদ পতনের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবারো নাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে চলেছে। এছাড়াও ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলায় গরমের দাপট কমবে এবং শীতল আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এখন বাংলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার দেখে নেব যে সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে আবারও পড়তে চলেছে শীত। আজ থেকে কিছুটা গরম কমতে চলেছে, চলতি সপ্তাহে গরম অনেকটাই কম অনুভব হবে কলকাতায়। দক্ষিণবঙ্গে বর্তমানে কোনরকম বৃষ্টির পূর্বাভাস জারি করেনি আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া খুব ভালো চলছে। উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।