ইন্দ্রাণী সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আবারও সুখবর। সম্প্রতি হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু চাকরিপ্রার্থীদের চুক্তিভিত্তিকভাবে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা মার্চ মাসের 24 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এবার এই প্রতিবেদন থেকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব।
সংস্থার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রচুর কর্মী নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে আবেদনকারীদের সহায়তা করার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, পদের নাম ইত্যাদি বিবরণ নীচে দেওয়া হল।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
HCSL এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Fireman, Semi-Skilled Rigger, এবং Scaffolder পদে নিয়োগ করা হবে। এ পদ গুলোর জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১২ টি।
- Fireman – ৫ (UR-২, SC-১, ST-১, OBC-১)
- Semi-Skilled Rigger -২ (UR-১, OBC-১)
- Scaffolder- ৫ (UR-১, SC-২, EWS-১, OBC-১)
বয়স সীমা
উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে চাইলে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীরা দশম শ্রেণী পাস এবং চতুর্থ শ্রেণি পাস করা থাকলেই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
আবেদন মূল্য
সমস্ত আবেদনকারী প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। আর আবেদন মূল্য অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল ৪/৩/২৫ এবং অনলাইনে মাধ্যমে আবেদনের শেষ তারিখ হলো ২৪/৩/২০২৫।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করার সময় ফিজিক্যাল এবং প্রাকটিক্যাল টেস্ট নেওয়া হবে।
মাসিক বেতন
এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ২২,১০০ টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
সকলকে আবেদন অনলাইনে মাধ্যমে করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় কাগজ পাতির ফটোকপি আপলোড করতে হবে। শেষে আবেদন মূল্য জমা এবং পুনরায় আবেদন পত্রটি চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের আগে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Apply Online | Click Here |
Notification | Click Here |
Official Website | Click Here |