ইন্দ্রাণী সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী অর্থ ও উন্নয়ন মিশন (NBCFDM) অসংখ্য শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে যোগ্য প্রার্থীরা মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে যে অসংখ্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। আর সে সমস্ত পদ মিলিয়ে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখা রয়েছে ৯৮৫০টি। নিচে বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদ সংখ্যা দেওয়া হল।
- District Project Officer- ১১৪ টি।
- Account Officer- ১৬৬ টি।
- Technical Assistant- ২৩১ টি।
- Data Manager- ৪৩৬ টি।
- Field Data Collector- ৯৯৬ টি।
- Field Assistant- ১৪৪৪ টি।
- Multi-Tasking Official- ১০৫৮ টি।
- Computer Operator- ১৭৭৪ টি।
- Office Assistant- ১৮৬৫ টি।
- Training Facilitator- ১৫৬৬ টি।
আবেদনকারীর বয়সসীমা
যেহেতু এক্ষেত্রে একাধিক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে, তাই বিভিন্ন পদে কিন্তু প্রার্থীদের বয়সসীমা ভিন্ন ভিন্ন রয়েছে।
- District Project Officer- সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Account Officer- সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Technical Assistant- সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Data Manager- সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Field Data Collector- সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Field Assistant- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Multi-Tasking Official- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Computer Operator- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Office Assistant- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
- Training Facilitator- সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৩ বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এক্ষেত্রে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকতে হবে। তবে এক্ষেত্রে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি, গ্রাজুয়েশন ডিগ্রি করা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে প্রার্থীর ডিগ্রীর পাশাপাশি কিন্তু কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং নির্দিষ্ট ফিল্ডে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি টি দেখে নেবেন।
মাসিক বেতন
বেতনের ক্ষেত্রে কিন্তু চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন বেতন দেওয়া হবে। বিভিন্ন পদ অনুযায়ী মাসিক বেতন নীচে দেওয়া হল।
- District Project Officer- প্রতিমাসে বেতন ৩৬,৭৬০ টাকা করে।
- Account Officer- প্রতিমাসে বেতন ২৭,৪৫০ টাকা করে।
- Technical Assistant- প্রতিমাসে বেতন ৩০,৭৫০ টাকা করে।
- Data Manager- প্রতিমাসে বেতন ২৮,৩৫০ টাকা করে।
- Field Data Collector- প্রতিমাসে বেতন ২৫,৬৫০ টাকা করে।
- Field Assistant- প্রতিমাসে বেতন ২৪,৬৫০ টাকা করে।
- Multi-Tasking Official- প্রতিমাসে বেতন ২৩,৪৫০ টাকা করে।
- Computer Operator- প্রতিমাসে বেতন ২৩,২৫০ টাকা করে।
- Office Assistant- প্রতিমাসে বেতন ২৩,২৫০ টাকা করে।
- Training Facilitator- প্রতিমাসে বেতন ২২,৭৫০ টাকা করে।
আবেদন মূল্য
- General/OBC/MOBC- ৩৯৯ টাকা।
- SC/ST- ২৯৯ টাকা।
- BPL Candidates- ২৯৯ টাকা।
- প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হলে টাকা ফেরত দেওয়া হবে। বিপিএল প্রমাণ হিসেবে রেশন কার্ড গ্রহণ করা হবে না।
নির্বাচন প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (প্রাকটিক্যাল) পরীক্ষা নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
সকলকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে শুনে বুঝে যোগ্য হলে তারপরে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি আপলোড করে শেষে আবেদনমূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর অবশ্যই আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে যেতে হবে।
Official Notification | Download |
Apply Now | Click Here |