PGCIL Recruitment 2025: ফিল্ড সুপারভাইজার পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত

Published on:

PGCIL Recruitment 2025

ইন্দ্রাণী সরকার, কলকাতা: Power Grid Corporation of India Limited এর পক্ষ থেকে সম্প্রতি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সমস্ত যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম ও শূন্য গোদ সংখ্যা

PGCIL এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী Fild Supervisor নিয়োগ করা হবে। এই পদের জন্যই মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৮ টি।

বয়স সীমা

ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসেব করতে হবে ২৫/৩/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ছাড় রয়েছে।

আবেদন মূল্য

এক্ষেত্রে প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। তবে SC/ST/Ex-servicemen ক্যাটাগরি প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং (Electrical/Mechanic al/Civil/Fire Tecnology and Safety) এর উপর ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে।

মাসিক বেতন

সুপারভাইজার পদের জন্য আবেদন করে যদি প্রার্থীরা চাকরি পায় তাহলে তারা প্রতি মাসে বেতন পাবে ২৩,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকার মধ্যে।

নির্বাচন পদ্ধতি

এক্ষেত্রে প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ হল ৫/৩/২০২৫ এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো ২৫/৩/ ২০২৫।

আবেদন পদ্ধতি

সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথম অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন এবং লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি আপলোড করে আবেদনমূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

Official NotificationDownload
Apply NowClick Here

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।