অমিত সরকার, কলকাতা: যে সমস্ত গ্যাস গ্রাহকরা রান্নার গ্যাসের জন্য ভর্তুকি পেয়ে থাকেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর অবশ্যই জেনে রাখা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি প্রয়োজনীয় কাগজ পাতি জমা না দেওয়া হয় তাহলে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। যদিও নির্দিষ্ট কোন রকম লিখিত সময়সীমা এখনও জানানো হয়নি। তবে ডিস্ট্রিবিউটরদের উপর চাপ দেওয়া হচ্ছে এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার। কি সেই ডকুমেন্ট? যা জমা না দিলে বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি সেটাই দেখে নেব।
আধার লিঙ্ক বাধ্যতামূলক
সরকারের পক্ষ থেকে গ্যাস গ্রাহকদের আধার লিঙ্ক করতে বলা হয়েছে। কারণ সব জায়গাতেই ভুয়া উপভোক্তা নিজেদের বুদ্ধি খাটিয়ে দুর্নীতি করে চলছে আর সেই জন্য বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষদের। সেই কারণেই ২০২৩ সালে সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে যা এখনো পর্যন্ত প্রায় 40% গ্রাহক এই কাজটি সম্পন্ন করেনি। এই কারণেই সরকারের পক্ষ থেকে সেই সময়সীমা এবার বেধে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যার কারণে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ শেষ করতে পারেনি আবার অনেক গ্রাহক হয়রানীর ভয়ে কাজ করছে না ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
ভর্তুকি হতে পারে বন্ধ
আধার লিঙ্ক না করার ব্যাপার নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষদের দোষ দিয়ে লাভ নেই কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সার্ভারের সমস্যার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারেনি। গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে লাইনে দাড়িয়েও কাজ না হওয়ায় এমনটা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে যে, যে সমস্ত সাধারণ মানুষ এই গ্যাস এর বইয়ের সাথে আধার লিঙ্ক করেনি তাদের নাকি এবার বন্ধ হতে পারে ভর্তুকি।
৩১ শে মার্চ পর্যন্ত নির্ধারিত সময়সীমা
জানা গেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধার লিংক করার শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। ই সময়ের মধ্যে যদি কোন গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি সম্পন্ন না করে তাহলে তার ভর্তুকি বন্ধ হয়ে যাবে। ব্যাংক একাউন্ট সংক্রান্ত সমস্ত ডকুমেন্টও আপডেট করা জরুরী, অনেকেরই ভর্তুকি বন্ধ হয়ে আছে শুধুমাত্র ভুল একাউন্টের তথ্য জমা দেওয়ার ফলে। তাই যারা এখনো ভর্তুকি পান না এবং যারা ভর্তুকি পান তারা অবশ্যই গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেবেন।
যদি গ্রাহকরা এই ৩১ মার্চের মধ্যে এই কাজ না করেন তাহলে কিন্তু গ্যাসের ভর্তুকি একেবারে বন্ধ হয়ে যাবে তাই দেরি না করে সময় থাকতে থাকতে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করুন।