অমিত সরকার, কলকাতা: বাংলায় মোটামুটি গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে আচমকা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যদিও বা বাংলাদেশ কিছু জেলায় শীতের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা ও নাম মাত্র ঠাণ্ডা অনুভূতি থাকছে। তবে সকাল ৯- ১০ টা বাজতেই আবারো পুনরায় গরম শুরু হয়ে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ থেকেই আগামী কয়েক দিন তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এবার দেখে নেব আজ গোটা বাংলার আবহাওয়া সারা দিন কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট থাকলেও দেখে নেব যে আজ আবহাওয়া ঠিক কেমন থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে চলেছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 38 ডিগ্রিতে পৌঁছাতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রির কাছে পৌঁছাতে পারে। অপরদিকে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ডুকছে। আর মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরো একটি গুণ আবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূল এলাকায়। আর এই অবস্থাতেই বোঝা যাচ্ছে যে দোলযাত্রার আগেই বাংলার আবহাওয়া আরো গরম হয়ে উঠতে চলেছে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে গরমের আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম প্রকৃতির থাকবে বলে খবর। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, ও কোচবিহার জেলায়।