শীঘ্রই বাংলায় চালু হচ্ছে AC লোকাল ট্রেন! ভাড়া কত হতে পারে? জেনে নিন বিস্তারিত

Published on:

AC Local Train In West Bengal

অমিত সরকার, কলকাতা: লোকাল ট্রেন মানেই প্রতিদিন নিত্যযাত্রী যাওয়া-আসা, প্রচুর ভিড় এবং ভয়ানক গরম যা অনেক কষ্টকর। গরমের দিনে এরকম লোকাল ভিড় ট্রেনে অনেকে অসুস্থ হয়েও পড়ে। আর এইরকম পরিস্থিতি থেকে মানুষকে সুবিধা প্রদান করার জন্য অনেকদিন ধরেই রেল এসি ট্রেন চালানোর বিষয়ে কাজ করছিল। আর সেই পরিকল্পনায় নাকি বাস্তবায়িত হতে চলেছে। খবর সূত্রে জানা যায় যে শিয়ালদা রুটে শীঘ্রই নাকি চালু হচ্ছে এসি লোকাল ট্রেন, পূর্ব ভারতের এটাই প্রথম, এবং দেশে দ্বিতীয়। এবার দেখে নেব এসি লোকাল ট্রেন কবে থেকে চালু হবে এবং সেখানে ভাড়া কত এবং কোথা থেকে কোথা পর্যন্ত চলবে।।

AC লোকাল ট্রেন চালু হবে কবে থেকে?

বিভিন্ন খবর সূত্রে জানা যায় যে কয়েক মাসের মধ্যে নাকি শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেন চালু হয়ে যাবে। ট্রেনটি যেখানে তৈরির কাজ চলছে সেখানে ট্রেনটি তৈরির কাজ প্রায় শেষ। ট্রেন তৈরির কাজ শেষ হলেই বাংলায় চলে আসবে ট্রেনটি, এবং 12 কোচের এই ট্রেনটি ছুটবে শিয়ালদহ লাইনে। ট্রেনটি তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।

ভাড়া কত?

স্বাভাবিকভাবেই লোকাল ট্রেনের থেকে এসি লোকাল ট্রেনের ভাড়া অনেকটাই বেশি হবে। এছাড়া ট্রেনটিকে চালাতে এবং রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে। যে কারণে এই এসি লোকাল ট্রেনের ভাড়া অনেকটাই বেশি হবে। তবে বিভিন্ন খবর সূত্রে জানা যাচ্ছে যে এই এসি লোকাল ট্রেনের টিকিটের দাম ৭ থেকে ১০ গুন বেশি হতে পারে। সেক্ষেত্রে যদি একটি রুটের টিকিটের দাম ১০ টাকা হয়, সেখানে এসি লোকাল ট্রেনের টিকিটের দাম হয়তোবা ৬০-৭০ টাকা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে তবে এখন সম্পূর্ণটাই সময় সাপেক্ষ।

সাধারণ মানুষ কিভাবে বুঝবে এসি লোকাল ট্রেন

সাধারণ মানুষের সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে এই এসি লোকাল ট্রেনটি চালানো হবে, বা টাইমটেবল উল্লেখ করা থাকবে। আর সেই মতো টাইম দেখেই এসি লোকাল ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। রেল সূত্রে খবর বর্তমান টাইমটেবিলের কোন পরিবর্তন করা হবে না সেখানকার কোন ট্রেনের সময় না বদলে এসি ট্রেন চালানো হবে।

ট্রেনটি দেখতে কেমন হবে?

এসি লোকাল ট্রেনে সাধারণ ট্রেনের মতো আলাদা আলাদা কোচ হবে না। এসি লোকাল ট্রেন দেখতে অনেকটা মেট্রো বা দূরপাল্লার ট্রেনের মত ভেস্টিবিউলের মাধ্যমে কোচ সংযুক্ত থাকবে। ফলে এসির ঠান্ডা হাওয়া সহজে ট্রেন থেকে বাইরে বের হবে না। আর এসি হওয়ায় স্বাভাবিকভাবে মেট্রোর মতো অটোমেটিক স্লাইডিং ডোর থাকবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।