Chandrayaan 5 মিশনের জন্য কেন্দ্রের ছাড়পত্র! ইসরো প্রধানের গুরুত্বপূর্ণ ঘোষণা

By Sumi Roy

Published On:

Follow Us
Chandrayaan 5 Mission

সুমি রায়, কলকাতা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে চন্দ্রজান ৫ এর জন্য। এমন খবরই জানিয়েছেন ইসরো প্রধান ভি নারায়ণ। চন্দ্রযান তিনের সাফল্যের পরে গত বছরের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। সব ঠিক থাকলে 2027 সালে সেটি উৎক্ষেপণ করা হতে পারে। এরই মধ্যে আবারও ইসরো কে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্র চন্দ্রযান ৫ এর জন্যও।

Chandrayaan 5

চাঁদের অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষার জন্য রোভার প্রোজ্ঞান’কে চন্দ্রযান তিনের সঙ্গে পাঠানো হয়েছিল আর তখন সে যন্ত্রটির ওজন ছিল ২৫ কেজি। তবে এবার তার থেকেও বেশি ওজনের যন্ত্র চন্দ্র পৃষ্ঠে পাঠাতে চায় ইসরো। তাই ইসরো কর্তা জানিয়েছেন চাঁদের পৃষ্ঠদেশে অনুসন্ধানের জন্য চন্দ্রযান ৫ যে রোভার নিয়ে যাবে, তার ওজন হবে ২৫০ কেজি।

চন্দ্রাভিযানে সাফল্য

চন্দ্রাভিযানে অন্যতম বড় সাফল্য এসেছিল চন্দ্রযান ৩ এর হাত ধরে। সেসময় চন্দ্রযান ৩ এর ল্যান্ডার “বিক্রম” যেখানে অবতরণ করেছিল সেখানে বিশ্বের অন্য কোন দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। এই সাফল্যের পরেই ২০২৪ সালে চন্দ্রযান ৪ এবং ২০২৫ সালের চন্দ্রযান ৫ কেন্দ্রীয় অনুমোদন পেয়েছে। তবে এবার এই চন্দ্রাভিযানে সাহায্য করবে জাপান। তবে ২০২৫ সালের এই চন্দ্র অভিযানের অনুমোদন মিলেছে গত সপ্তাহেই।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।