অমিত সরকার, কলকাতা: আলিপুর আবহাওয়া অফিস আবারো বাংলাজুড়ে স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস দিল, কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে গরম থেকে মুক্তি মিলতে চলেছে বাংলার মানুষ। তবে বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভবনা রয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ মঙ্গলবার গরম কিছুটা হলেও কমবে। এবার দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে এবং গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের খবর অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়া বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এবং নদিয়ায় হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।আর এই ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া মোটামোটি মনোরম রয়েছে। ভোরের দিকে ঠান্ডা এবং সূর্য উঠার পর গরম। তবে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়।