অমিত সরকার, কলকাতা: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকেই আকাশে মেঘের দেখা মিলল। তবে আজ বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে কিন্তু বইবে দমকা হওয়াও। তাই বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী বের হবেন এবং সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না। তবে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বেশ স্বস্তি পেতে চলেছে কারণ বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপ প্রবাহ চলছিল। তাহলে এবার দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আমরা জেনে নেব আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জেলাগুলি হল বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এবং পশ্চিম মেদিনীপুর। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগের তুলনায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। যেখানে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছে যার ফলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল যা বর্তমানে বৃষ্টিপাতের কারণে তুলে নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা অতিরিক্ত এবং তাপপ্রবাহ চলছিল, তবে উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম। যদিও দুপুরের গরমটা অনেকটাই বেশি তবুও দক্ষিণবঙ্গের মতো অতটা নয়। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং তাপমাত্রা বাড়ার ও পূর্বাভাস রয়েছে।