স্বাস্থ্য বীমা খাতে প্রবেশ করতে চলেছে LIC, আসছে বড় চমক!

Published on:

LIC Insurance

অমিত সরকার, নয়াদিল্লি: LIC তার গ্রাহকদের জন্য আনতে চলেছে একটি দুর্দান্ত চমক। শোনা যাচ্ছে যে দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থা LIC শীঘ্রই স্বাস্থ্য বীমা খাতে প্রবেশ করতে চলেছে। অর্থাৎ বীমা খাতের শীর্ষস্থানীয় এই সরকারি সংস্থাটি একটি স্বাস্থ্য বীমা সংস্থার অংশীদারিত্ব কিনতে চলেছে বলে জানা গিয়েছে। এর আগেই মঙ্গলবার এলআইসির ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন যে স্বাস্থ্য বীমা সংস্থার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে 31 মার্চ এর আগে এ বিষয়ের চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে কোন স্বাস্থ্য বীমা সংস্থার অংশীদারিত্ব কিনবে তা কিন্তু প্রকাশ করেননি তিনি। এলআইসি সংস্থা বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের সম্ভাবনা গুলির খোঁজ নিচ্ছিল। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলআইসি প্রধান বলেছেন যে স্বাস্থ্য বীমা ব্যবসায় যোগদান এলআইসির জন্য একটি স্বাভাবিক পছন্দ এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য বীমার অংশীদারিত্ব কিনতে কত টাকা লাগবে?

এলআইসি ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন যে এলআইসি স্বাস্থ্য বীমা সংস্থা তে ৫১ শতাংশ বা তার বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব কিনবে না। তবে কতটুকু শেয়ার ক্রয় করা হবে তার নির্ভর করবে এলআইসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং মূল্যায়নের মত বিষয়গুলির ওপর। তবে বেশ কিছু সূত্র এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে এলআইসি ৪০০০ কোটি টাকার চুক্তিতে মনিপালসিগনা সংস্থার অংশীদারিত্ব কেনার কথা ভাবছে।

আরো পড়ুন: স্টেশনে প্রবেশের নতুন নিয়ম চালু! আত্মীয়দের প্রবেশে কড়াকড়ি

LIC শেয়ার দর আপডেট

মঙ্গলবার, BSE-তে LIC-এর শেয়ারের মূল্য ১২.৫৬ টাকা (১.৭%) বেড়ে ৭৫৭.৬৫ টাকায় বন্ধ হয়েছে। যদিও, LIC-এর শেয়ার এখনো ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরের অনেক নীচে রয়েছে এবং সর্বনিম্ন স্তরের কাছাকাছি লেনদেন করছে।

  • ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য: ১২২১.৫০ টাকা
  • ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য: ৭১৫.৩৫ টাকা
  • বর্তমান বাজার মূলধন: ৪,৭৯,২১৩.৪৫ কোটি টাকা

LIC-এর এই নতুন উদ্যোগ কীভাবে বাজারে প্রভাব ফেলবে, তা দেখতে উৎসুক বিনিয়োগকারীরা।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।