সুমি রায়, কলকাতা: বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুদের ওপরে বাড়ছে নির্যাতন। হামলা চালিয়ে ভাঙ্গা হচ্ছে শত শত মন্দির। যত দিন যাচ্ছে অত্যাচারে সীমা বাড়ছে মৌলবাদীদের। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভা বৈঠকে উদ্বেগ প্রকাশ করলেন RSS নেতৃত্বরা। হিন্দু নির্যাতন নিয়ে প্রস্তাব ও পাশ করা হয় যেখানে পাকিস্তানের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপে চাওয়া হয়েছে।
শুক্রবার থেকে বেঙ্গালুরুতে এবিপিএসের একটি বৈঠক শুরু হয়েছে যা চলবে রবিবার পর্যন্ত। সেই বৈঠকে যোগ দিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত, এছাড়া রয়েছেন অন্যান্য নেতারাও। সেখানে গতকাল এই আলোচনা সভায় উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। সেই বৈঠকে বলা হয়েছে বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ব্যাপক হারে মাথাচারা দিয়েছে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ কূটনৈতিক আলোচনা? মোদী-ইউনূস বৈঠকের প্রস্তাব দিল ঢাকা
আর যার ফলস্বরূপ মূলত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা অত্যাচার, হিংসা এবং অবিচারের শিকার হচ্ছে। সেখানে বাংলাদেশের এই নির্যাতন নিয়ে নানারকম উদ্বেগ প্রকাশ করেছে নানা নেতারা। এছাড়া মঠ, মন্দির, দুর্গা পূজার প্যান্ডেল হামলার ঘটনা, গণহত্যা, মেয়ের উপর নির্যাতন, ধর্ষণ, ডাকাতি এ বিষয়ে আলোচনা হয়েছে। এবং তবে বর্তমানে এই সমস্ত ঘটনা যে হারে বাড়ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না।