বিজেপি ক্ষমতায় এলে বাংলায় শিল্পের জোয়ার! শুভেন্দুর প্রতিশ্রুতির ঝড়

Published on:

Suvendu Adhikari

অমিত সরকার, কলকাতা: ২০২৬ সালেই কিন্তু বিধানসভা ভোট। ভোটের এখনো এক বছর বাকি থাকলেও, এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করেছে। বিশেষ করে তৃণমূল ও বিজেপির নেতারা। তারা কোথায় কে কি বক্তব্য দিবে? কোন বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে তা নিয়ে চলছে তাদের মাথা ঘামানোর পর্ব। আর এর মধ্য থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। এমনকি তিনি বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে পায়ে ধরে টাটা কে রাজ্যে ফেরানো হবে।

শুভেন্দু আরো বলেন যে, যোগী আদিত্য নাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। এছাড়া মায়েদের, দিদিদের, বোনেদের মাসে এক হাজার টাকা নয়, বরঞ্চ ৩ হাজার টাকা করে দেবে বলেছেন। এছাড়াও বাড়ি দেওয়ার কথাও তিনি বলেছেন, যেখানে ১ লক্ষ ২০ হাজার  টাকার বাড়ি দেওয়া হচ্ছে তিনি বলেছেন বিজেপি যদি আসে তাহলে ৩ লাখের বাড়ি দেবে, সোলার আলো বসিয়ে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি।

আরো পড়ুন: মোদী সরকারের বড় পদক্ষেপ! পেঁয়াজের দাম কমানোর নতুন উদ্যোগ

এছাড়া প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয়, প্রতিবছর SSC, জেলাগুলিতে প্রাইমারি প্রত্যেকবারই কর্মস্থানের সুযোগ করে দেবে। এছাড়া যে ৫১ টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছে মমতা, তাও খুলে দেবে বিজেপি। বাংলায় যদি বিজেপি আসে তাহলে গুজরাতের মতো বাংলাতেও শিল্পের জোয়ার বইয়ে দেবে। এমনই প্রতিশ্রুতি দিয়ে চলেছেনপ্রতিশুতি তিনি।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।