অমিত সরকার, কলকাতা: বিভিন্ন খবর সুত্রে জানা যায় যে রান্নার গ্যাসের দাম নাকি আবারো বেড়েছে আর তা বাড়ালো কেন্দ্র। এবার এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। সোমবার এমনই একটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। আগামীকাল অর্থাৎ ৮ই এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানা যায়।
কেন্দ্রীয় মন্ত্রী জানান প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় থাকার গ্যাসেরও দাম বেড়েছে। এতদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু ৫০০ টাকা ছিল, তাই এবার ৫০ টাকা বেড়ে হল ৫৫০ টাকা। আর অন্যান্য রান্নার গ্যাসের দাম এতদিন ছিল ৮০৩ টাকা এবার সেই দাম বেড়ে হল ৮৫৩ টাকা। কেন্দ্র সরকার এও জানিয়েছে যে তারা দু সপ্তাহ অন্তর অন্তর এলপিজি গ্যাসের দাম পর্যালোচনা করবে।
শুধু যে রান্নার গ্যাসের দাম বেড়েছে তা নয়। এর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের উপরেও কিন্তু প্রতি লিটারে ২ টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ফলে এক লিটার পেট্রোলে শুল্ক হয়েছে ১৩ টাকা এবং ১ লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। আর এই সংশোধিত দামও কিন্তু এপ্রিলের ৮ তারিখ থেকে কার্যকর হবে।