একবার রিচার্জেই ৩৬৫ দিনের জন্য নিশ্চিন্ত! জিও-র নতুন প্ল্যানে মিলছে আনলিমিটেড সুবিধা

Published on:

Jio Annual Recharge Plan

অমিত সরকার, কলকাতা: বর্তমানে দিন দিন যে হারে মোবাইলে রিচার্জ প্ল্যান এর দাম বাড়ছে তাতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে সকলে। অনেক সময় দেখা যায় কবে রিচার্জ শেষ হবে সে তারিখও ভুলে যায় এবং সেই সমস্ত মানুষের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবার নিয়ে এসেছে একটি প্ল্যান যা সিমকে একটিভ রাখবে ৩৬৫ দিন।

এক বছরের রিচার্জ প্ল্যান

বর্তমানে দেশের কোটি কোটি মানুষ জিও সিম ব্যবহার করে আর তাদের সুবিধার কথা ভেবেই এবার সংস্থা আরো একটি জিও প্ল্যান নিয়ে এসেছে বাজারে। এ প্ল্যানটি রিচার্জ করলেই পুরো এক বছরের জন্য নিশ্চিন্তে থাকা যাবে। এমনকি এই প্ল্যানে রয়েছে দৈনিক ডেটা, এসএমএস, OTT সাবস্ক্রিবশন এবং ফ্রি কল।

এই রিচার্জ প্ল্যান এর দাম এবং সুবিধা কী?

দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় টেলিকম সংস্থা তার নিত্যদিনের গ্রাহকদের জন্য নিয়ে এসেছেন নতুন একটি রিচার্জ প্ল্যান। যা পাওয়া যাবে ৩৫৯৯ টাকায়। এবার দেখে নেব এই রিচার্জ প্ল্যান এ কি কি সুবিধা রয়েছে-

  • এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে ৩৬৫ দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে।
  • এ রিচার্জ প্লানে যেকোনো নেটওয়ার্কের Unlimited calling এর সুবিধা পাওয়া যাবে।
  • প্রতিদিন ১০০ টা করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
  • প্রতিদিন ২.৫ জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে। হিসেব করলে বছরে মোট ৯১২ জিবি ডাটা মিলবে।
  • প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে ৬৪kbps ইন্টারনেট চলবে।
  • এছাড়া এই প্ল্যানে 5G মোবাইল ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে।
  • এছাড়া এই প্ল্যানে মিলবে জিও সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পুরো 90 দিনের জন্য, বিনামূল্যে জিও টিভির অ্যাক্সেস, এবং জিও ক্লাউডের ৫০ জিবি ফ্রি স্টোরেজ।

৩৯৯৯ টাকায় আরো একটি প্ল্যান!

উপরের প্ল্যানটি ছাড়াও আরেকটি প্ল্যান কিন্তু রয়েছে যাতে করে গ্রাহকরা আরো বেশি সুবিধা পেতে পারবে। প্ল্যানটির দাম পড়বে ৩৯৯৯ টাকা। এটিও এক বছরের রিচার্জ প্ল্যান। তবে এই প্ল্যানে ডেটা এবং OTT কন্টেন্টের পরিমাণ আরো বেশি থাকছে। তবে ওপরের প্ল্যানটি কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প। আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও এই প্ল্যান গুলো একবার রিচার্জ করে দেখতে পারেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।